জার্মানিতে অস্ত্রোপচার সফল হল লোকেশ রাহুলের সফল। বুধবার নিজেই তা জানিয়েছেন ভারতীয় ওপেনার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে চোটের কারণে খেলতে পারেননি রাহুল। এর পরেই অস্ত্রোপচার করতে জার্মানি যান তিনি। সফল অস্ত্রোপচারের আগে খুব কঠিন দু’সপ্তাহ গিয়েছে বলে জানিয়েছেন রাহুল। নেটমাধ্যমে পোস্ট করে তিনি লিখেছেন, “খুব কঠিন দু’সপ্তাহ কাটালাম। সফল অস্ত্রোপচার হয়েছে। আশা করছি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব। সেই পথেই এগোনো শুরু করেছি। আমার জন্য প্রার্থনা করার জন্য সকলকে ধন্যবাদ।”
প্রহঙ্গত, জুন মাসের শুরুতেই কুঁচকিতে চোট পান রাহুল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর নেতৃত্ব দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে দল থেকে ছিটকে যান তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের দলেও তাঁকে রাখা যায়নি। শুক্রবার থেকে শুরু হতে চলা টেস্টে নাও পাওয়া যেতে পারে রোহিত শর্মাকে। গত বছর রাহুল এবং রোহিতই ওপেন করেছিলেন। সেই জুটি এ বার ভেঙে গিয়েছে। রোহিত না খেললে শুভমন গিলের সঙ্গে ওপেন করতে পারেন চেতেশ্বর পূজারা। সূত্র অনুযায়ী জানা গিয়েছে এমনটাই।