মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন উদ্ধব ঠাকরে। কিন্তু তাতেও দমে যায়নি শিবসেনা। লড়াইয়ের ময়দান থেকে এক ইঞ্চি সরে আসতে নারাজ তারা। লড়াই যে জারি রয়েছে তা ঠাকরের পদত্যাগের পরেই কড়া বার্তা দিয়ে বুঝিয়ে দিয়েছেন উদ্ধবের একনিষ্ঠ সেনাপতি ও সেনা সাংসদ সঞ্জয় রাউত। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার ১২ ঘন্টা পর ফের মুখ খুলেছেন তিনি। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে চর্চা।
বৃহস্পতিবার বিদ্রোহী শিবসেনা বিধায়কদের-সহ বিজেপিকে নিশানা করে রাউত বলেন, ‘শিবসেনার জন্ম ক্ষমতার জন্য নয়, ক্ষমতার জন্ম শিবসেনার জন্য। এটাই সর্বদা বালাসাহেব ঠাকরের মন্ত্র। আমরা কাজ করব এবং আবার নিজেদের ক্ষমতায় ফিরে আসব।’ আগেও রাউত বলেছিলেন, ‘এটি শিবসেনার দুর্দান্ত বিজয়ের সূচনা। আমরা মার খাব, আমরা জেলে যাব, কিন্তু বালাসাহেবের শিবসেনাকে জাগিয়ে রাখব।’ শিবসেনার মুখপাত্রের এই বার্তার পর রাজনৈতিক মহল বলছে লড়াই এখন শেষ হয়নি। মহারাষ্ট্রেরর রাজনীতিতে এখনও অনেক কিছুই দেখার বাকি রয়েছে।
Read: ২ বছর পর ধুমধাম করে পালিত হবে ইসকনের রথযাত্রা – দড়ি টেনে উৎসবের সূচনা করবেন মমতা
Tweet: ২ বছর পর ধুমধাম করে পালিত হবে ইসকনের রথযাত্রা – দড়ি টেনে উৎসবের সূচনা করবেন মমতা
Maharashtra Crisis