পরিস্থিতি আগেই রাজ্যের বিজেপি সরকারের হাতের বাইরে বেরিয়ে গিয়েছিল। এবার আরও ভয়ঙ্কর চেহারা নিয়েছে আসামের বন্যা পরিস্থিতি। সময় যত এগোচ্ছে ততই বাড়ছে মৃত্যু মিছিল আর হাহাকার। কোথাও কোমর অবধি জল, কোথাও আবার বুক অবধি। বরাক উপত্যকার একাধিক বাড়ি এখনও জলের তলায়। বন্ধ দোকানপাট, বাঁচার জন্য নুন্যতম সামগ্রীই এখন দুর্লভ।
বাঁচার জন্য ত্রাণের ওপরই ভরসা। তবে পরিস্থিতি অনুকূল না থাকার কারণে সেই ত্রাণও সময়মতো পৌঁছাতে পারছে না। ফলে খাবার নিয়ে শিশু থেকে বৃদ্ধ সকলের মধ্যেই লেগে আছে এক করুণ হাহাকার। বরাকের মানুষ এখন এই যন্ত্রণা থেকে মুক্তির সময় গুনছেন।
ড্রোন দিয়ে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। সেই ড্রোন ক্যামেরায় ধরা পড়েছে মর্মান্তিক ছবি। বাড়ির মধ্যে ঢুকে গেছে জল। মানুষ হেঁটে যাচ্ছে সেই জল পেরিয়ে। নামানো হয়েছে নৌকা। সম্পূর্ণ খাদ্যহীন, পানীয়জল বিহীন ও বিদ্যুৎ বিচ্ছিন্ন এক জনজীবন কাটাচ্ছেন বরাক উপত্যকা। যেন শহরে মধ্যে দিয়েই বয়ে চলেছে বরাক নদী। শশ্মানের মধ্যেও নদীর জল ঢুকে গেছে। মৃতদেহ ভেসে যাচ্ছে নদীর জলে। সেই সঙ্গে বাড়ছে রোগের প্রকোপ। এই বরাক নদীর তীরেই শিলচর শহর। বরাক নদীর জল দুকূল ছাপিয়ে ঢুকতে শুরু করেছে দক্ষিণের বড় শহর শিলচরে। বানভাসি একাধিক এলাকা। সবমিলিয়ে দিনের পর দিন পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ছে। মুক্তির পথ খুঁজছেন দুর্গতরা।