বেশকিছু দিন যাবৎ কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদার। ধীরে ধীরে ওনার শারীরক অবস্থার উন্নতি ঘটছে। ক্রিটিকাল কেয়ার ইউনিট থেকে ছাড়ার ভাবনা চিকিৎসকদের আপাতত তাঁর রাইলস টিউব খুলে দেওয়া হয়েছে৷ ট্রাকিওস্টোমি করা হয়েছে। চিত্র পরিচালক তরুণ মজুমদারের শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে৷ ক্রিটিকাল কেয়ার ইউনিট থেকে তাঁকে আবার উঠবান ব্লকের ওয়ার্ডে স্থানান্তরিত করার চিন্তা ভাবনা করছেন চিকিৎসকরা৷ আপাতত তাঁর রাইলস টিউব খুলে দেওয়া হয়েছে৷ ট্রাকিওস্টোমি করা হয়েছে৷ শ্বাস নেওয়ার জন্য নাক বা মুখ দিয়ে নিঃশ্বাস নেয়ার পরিবর্তে ঘাড়ের পাশে একটি নল লাগানো হয়েছে সেটা দিয়ে নিঃশ্বাস নেওয়া হয়৷ ফলে এই মুহূর্তে কথা বলতে পারছেন না বর্ষীয়ান চিত্র পরিচালক৷ তবে ভালভাবে লিখে তিনি মনের ভাব প্রকাশ করতে পারছেন, এমনই হাসপাতাল সূত্রের খবর৷ তরুণ মজুমদারের পরিচালনাতেই বাংলা চলচ্চিত্র দুনিয়ায় পরিচিত হন তাপস পাল, দেবশ্রী রায়, মহুয়া রায়চৌধুরীর মতো শিল্পীরা। বাংলা সাহিত্যনির্ভর ছবিতে রবীন্দ্রসঙ্গীতের মাধুর্য ছিল তরুণ মজুমদারের ছবির অন্যতম বৈশিষ্ট্য।
পদ্মশ্রী সম্মানে ভূষিত তরুণ মজুমদার পরিচালিত ‘কাচের স্বর্গ’, ‘নিমন্ত্রণ’, ‘গণদেবতা’ এবং ‘অরণ্য আমার’ ছবিগুলি জাতীয় পুরস্কার পায়। সপ্তাহখানেক আগে নবতিপর পরিচালক তরুণ মজুমদারকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ ৯২ বছর বয়সি পরিচালকের চিকিৎসা চলছে এসএসকেএম হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে। গত মঙ্গলবার সকালে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিডনিজনিত শারীরিক সমস্যা রয়েছে তাঁর৷ ৯২ বছর বয়সে একদিকে বয়স জনিত রোগে ভুগছেন তিনি। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় আক্রান্ত, হাই ডায়াবেটিসও রয়েছে তাঁর। নতুন করে শ্বাসকষ্ট জনিত সমস্যা এবং ফুসফুসের সংক্রমণ ধরা পড়েছে তরুণ মজুমদারের। তরুণবাবুর জন্য তৈরি করা হয়েছে ৫ সদস্যের চিকিৎসক কমিটি। তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছেন চিকিৎসক সোমনাথ কুণ্ডু এবং সৌমিত্র ঘোষ। দীর্ঘ কয়েক দশকের কর্মজীবনে চার বার জাতীয় পুরস্কার, সাতটি বিএফজেএ পুরস্কার এবং অন্যান্য সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।