অব্যাহত মহারাষ্ট্রের রাজনৈতিক টানাপোড়েন। রীতিমতো সরগরম আবহ। ঘণ্টায় ঘণ্টায় মোড় নিচ্ছে পরিস্থিতি। মঙ্গলবার, গুয়াহাটির বিলাসবহুল হোটেল ছেড়ে বিমানবন্দরের দিকে চলে যেতে দেখা গেধ বিদ্রোহী নেতা একনাথ শিন্ডেকে। সাদা শার্ট, সাদা প্যান্ট, সাদা জুতো—সাদা একটা ইনোভা গাড়িতে ওঠার আগে একনাথ হোটেলের বাইরে দাঁড়িয়ে থাকা সাংবাদিকদের বলে গেলেন, “শিগগির মুম্বই যাচ্ছি।” গুয়াহাটি থেকে মুম্বই যেতে বিমানে যা সময় লাগে তাতে এদিন বিকেলের মধ্যেই বাণিজ্য নগরীতে পা রেখে দেওয়ার কথা শিন্ডে। যদিও সে ব্যাপারে গুয়াহাটি ছাড়ার আগে কিছু খোলসা করেননি তিনি। জানিয়েছেন, সে ব্যাপারে সময়মতো সাংবাদিকদের জানাবেন অন্য কোনও বিধায়ক। অর্থাৎ মুম্বই যাওয়ার পর একনাথ কী করতে চলেছেন বিকেলে দুপুর পর্যন্ত সে ব্যাপারে কৌতূহল জিইয়ে রাখতে চাইল বিদ্রোহী শিবির।
প্রসঙ্গত, সোমবার সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ১১ই জুলাইয়ের আগে কোনও ভাবেই মহারাষ্ট্রে ফ্লোর টেস্ট তথা আস্থা ভোট নেওয়া যাবে না। অর্থাৎ এদিন একনাথ তাঁর পক্ষে গরিষ্ঠতার দাবি নিয়ে রাজভবনে যাবেন কি না তাও দেখার। উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে জাতীয় সংবাদমাধ্যমে দাবি করেছেন, গুয়াহাটির হোটেল ছেড়ে অন্তত ১৫ জন বিধায়ক মুম্বই ফিরে আসতে চাইছেন। কিন্তু তাঁদের চাপের মুখে রাখা হয়েছে। এখন এটাই দেখার যে, মুম্বই বিমানবন্দরে পা রাখার পর একনাথ শিন্ডের গন্তব্যের অভিমুখ কোনদিকে। সেদিকেই তাকিয়ে তামাম রাজনৈতিক মহল।