এবার মোদী সরকারের প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধিতে দুর্নীতি! জানা গেল, এই কেন্দ্রীয় প্রকল্পের টাকা পাচ্ছেন ৩৩,০০০ ‘মৃত’ কৃষক। হ্যাঁ, এমনই অভিযোগ উঠেছে খোদ যোগী রাজ্যের রায়বরেলিতে। স্বাভাবিকভাবেই কৃষি বিভাগের বিরুদ্ধে এ হেন গাফিলতির অভিযোগ ওঠার পর শোরগোল পড়ে গিয়েছে।
চাপের মুখে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এক বেসরকারি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসে উত্তরপ্রদেশের রায়বরেলির কৃষি বিভাগের এক কর্তাকে একটি তালিকা দেওয়া হয়। তাতে দাবি হয়, তালিকায় যাঁদের নাম আছে, তাঁদের মৃত্যু হয়েছে। অথচ তাঁদের নামে পিএম কিষান যোজনার ২,০০০ টাকা জমা পড়ছে। সেজন্য গত কয়েক মাসে বাড়তি কয়েক টাকা খরচ হয়েছে বলে দাবি করা হয়।
Read: রোহিতের কোভিড নিয়ে চিন্তায় বিসিসিআই – বন্ধ ঘোরাঘুরি, বিরাটদের জন্য জারি কড়া নিষেধাজ্ঞা
Tweet: রোহিতের কোভিড নিয়ে চিন্তায় বিসিসিআই – বন্ধ ঘোরাঘুরি, বিরাটদের জন্য জারি কড়া নিষেধাজ্ঞা
PM Kisan Yojana