সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে পড়ুয়ারা এক্সার্সনে গেছিল সিকিমে। সেখানে গিয়ে ঘটে গেল এক মহা বিপত্তি। সিকিমের পাহাড়ি রাস্তায় ২২ জন কলেজ পড়ুয়াসহ বাস উল্টে যায়। আহত পড়ুয়াদের চিকিৎসা চলছে। ঘটনাটি ঘটেছে সিকিম তাদংয়ের ছয় মাইলের কাছে। রাঁচি সেন্ট জেভিয়ার্স কলেজের পড়ুয়াদের কলেজ থেকে ঘুরতে নিয়ে যাওয়া হয়েছিল গ্যাংটকে। সেখান থেকে শিলিগুড়ির দিকে ফেরার পথেই এই দুর্ঘটনা। জানা গেছে ১০ নম্বর জাতীয় সড়কে অরেঞ্জ ভিলার কাছে একটি বড় পাথরে বাসটি ধাক্কা মারে।
তারপরেই বাসটি উল্টে যায়। ওই বাসে সেন্ট জেভিয়ার্স কলেজের ২২ জন পড়ুয়া ছিল বলে খবর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি দ্রুত গতিতে চলছিল। নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে পাথরে ধাক্কা খায়। উল্টে যাওয়া বাসের ভিতর আটকে পড়ে পড়ুয়ারা। স্থানীয়রাই উদ্ধারকার্যে হাত লাগায়। এক এক করে পড়ুয়াদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। কয়েকজনের গুরুতর চোট লেগেছে। কিছুজন আপাতত সুস্থ। ঘোর দুশ্চিন্তায় মধ্যে পরিবার। চিকিৎসা চলবে।