পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের কর্মী সভার শুরুতেই বিজেপিকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আপনারা বিজেপিকে খামোশ করে দিয়েছেন। বিজেপির বাবুল সুপ্রিয়কে পছন্দ হয়নি, সেই কারণে সে এখন তৃণমূলে’। আর এই অনুষ্ঠানে সস্ত্রীক যোগ দিলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা।
মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় কড়া বন্দোবস্ত করা হয়েছে রাজ্য পুলিশের তরফে। এদিনের সভায় মুখ্যমন্ত্রীর আগে সাংসদ শত্রুঘ্ন সিনহা বলেন, ‘আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে স্যালুট জানাতে এসেছি। উনি আমাকে পাঠিয়েছেন আসানসোলে। যে ইতিহাস রচনা হয়েছে তারপর আমি তা কখন ভুলতে পারবো না। আমি আজ শুধু ধন্যবাদ জানাতে এসেছি। দেশের এই সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে হবে।’
সভামঞ্চ থেকেই মমতা বলেন, ‘যে মানুষটি জেতার পরেও আসানসোলে বারবার ছুটে এসেছেন শত্রুঘ্ন সিনহা ও তার স্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি। বাবুল সুপ্রিয় একসময় আসানসোলের সংসদ ছিলেন। বিজেপিকে তার পছন্দ হয়নি। তিনি এখন আমাদের বিধায়ক। আপনারা আসানসোলে আমাদের শুধু জেতাননি। বিজেপিকে খামোশ করে দিয়েছেন। এত ভোটে জিতিয়েছেন আমাদের, এগিয়ে যেতে সাহায্য করেছেন। আমার আসানসোলে আসার প্রধান কারণ মানুষকে বুক ভরা ভালোবাসা জানানো।’