পরিস্থিতি আগেই রাজ্যের বিজেপি সরকারের হাতের বাইরে বেরিয়ে গিয়েছিল। এবার আরও ভয়ঙ্কর চেহারা নিয়েছে আসামের বন্যা পরিস্থিতি। সময় যত এগোচ্ছে ততই বাড়ছে মৃত্যু মিছিল। এবার বন্যার হাত থেকে রেহাই পেল না একটি ক্যান্সার হাসপাতালও। হাসপাতালটি জলবন্দি হয়ে পড়ায় দুর্দশার শিকার রোগীরা। সেই সঙ্গে ধরা পড়ল এক করুণ ছবিও। জল থইথই চারিপাশ, তার মাঝেই মুমুর্ষ রোগীকে হাসপাতালের বাইরেই দেওয়া হল কেমোথেরাপি। ওই রাজ্যে টানা বৃষ্টির জেরে জলমগ্ন একাধিক জেলা। দুর্দশার শিকার হাজার হাজার মানুষ। আর এই দুর্ভোগের হাত থেকে রেহাই পায়নি ক্যান্সার রোগীরাও। জলমগ্ন হয়ে পড়েছে বারাক উপত্যকায় ১৫০ আসন বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল এবং গবেষণা কেন্দ্রটি। হাসপাতাল চত্ত্বরে এতটাই জল যে রোগী থেকে শুরু করে হাসপাতালের কর্মীদের জন্য প্রশাসনের কাছে লাইফ জ্যাকেটের আবেদন করা হয়েছে। প্রভাব পড়েছে রোগীদের চিকিৎসার ক্ষেত্রেও।
পরিস্থিতি এতটা ভয়াবহ যে, ন্যূনতম চিকিৎসা পরিষেবা দেওয়ার মতো অবস্থা নেই হাসপাতাল কর্তৃপক্ষের। অথচ মারণ রোগ ক্যানসারের সাথে লড়তে গেলে কেমো নিতেই হবে রোগীদের। তাই সবচেয়ে সমস্যায় পড়েছেন যে সমস্ত রোগীর কেমোথেরাপি শুরু হয়েছে। হাসপাতালের এক আধিকারিক জানিয়েছেন, যে এলাকায় জল কম সেখানে ক্যানসার আক্রান্তদের কেমো দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই কারনে হাসপাতালের বাইরে খোলা আকাশের নীচেও রোগীদের কেমো দেওয়া হচ্ছে। ওই আধিকারিক আরও জানিয়েছেন, বন্যার জন্য অপারেশন করাও যাচ্ছেনা। একমাত্র যাঁদের শারীরিক অবস্থা খুব খারাপ, তাঁদেরই হচ্ছে অস্ত্রোপচার। গত এক সপ্তাহে ক্যান্সার আক্রান্ত মোট চারজনের অস্ত্রোপচার করা সম্ভব হয়েছে বলে জানান তিনি। হাসপাতাল জলমগ্ন হওয়ার আগে এই সংখ্যাটি সপ্তাহে ২০ ছিল বলে জানিয়েছেন ওই আধিকারিক। বন্যা পরিস্থিতির উন্নতি না হলে চিকিৎসার কাজ চালিয়ে নিয়ে যাওয়া অসম্ভব হয়ে পর্বে বলেও জানান তিনি।
Assam Floods