ফের শুট আউট রেলশহর খড়গপুরে। সোমবার রাত ১০ টা নাগাদ চালানো হয় গুলি। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ভেঙ্কট রাও ওরফে প্রসাদ রাও নামে বছর ৪২ এর তৃণমূল কর্মীর।
ঘটনাটি ঘটে খড়্গপুর ওল্ড সেটেলমেন্ট মাতা মন্দিরের সামনে। সেখানেই বসেছিলেন প্রসাদ। স্কুটিতে করে মুখঢাকা তিন যুবক এসে, প্রসাদকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন প্রসাদ।
তাঁকে উদ্ধার করে খড়্গপুর রেলওয়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে পৌঁছান পৌরপ্রধান প্রদীপ সরকার সহ অন্যান্যরা। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে খড়্গপুর টাউন থানার পুলিশ।
যদিও, কি কারণে গুলি তা এখনও জানা যায়নি। প্রাথমিক অনুমান, রাজনৈতিক শত্রুতার জেরে হতে পারে এই ঘটনা। ঘটনার তদন্তে নেমেছে টাউন থানার পুলিশ।
Read: সোমবার গভীর রাতে মুম্বইয়ে ভেঙে পড়ল চারতলা বাড়ি – মৃত ১, আহত ১০
Tweet: সোমবার গভীর রাতে মুম্বইয়ে ভেঙে পড়ল চারতলা বাড়ি – মৃত ১, আহত ১০