গত শনিবার বহু প্রতীক্ষীত পদ্মা সেতুর উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতু উদ্বোধনকে বাংলাদেশ সরকার ‘স্বপ্নের উন্মোচন’ বলে আখ্যা দেয়। মোট ৩০ হাজার ১৯৪ কোটি টাকা ব্যয়ে তৈরি হওয়া পদ্মা সেতুর কাজের চুক্তিমূল্য ছিল প্রায় ১২ হাজার ৪৯৪ কোটি টাকা। সেতু তৈরি হতে সময় লেগেছে ৯০ মাস ২৭ দিন। দিনরাত খেটে কাজ করেছেন প্রায় ১৪ হাজার দেশি-বিদেশি শ্রমিক, ইঞ্জিনিয়ার। পরামর্শকের মধ্যে প্রায় এক হাজার ২০০ দেশি, দুই হাজার ৫০০ বিদেশি ইঞ্জিনিয়ার। কিন্তু সেই উদ্বোধনের পরদিনই ঘটে গেল ভয়াবহ বিপত্তি। পদ্মা সেতুতে পথ দুর্ঘটনা। প্রাণ গেল দুই যুবকের। বাইক চালিয়ে সেতু দিয়ে যাতায়াত করার সময় দুর্ঘটনাটি ঘটে। এদিকে, সোমবার সকাল ৬টা থেকে পদ্মা সেতুতে নিষিদ্ধ বাইক চলাচল। জানা গিয়েছে, নিহতেরা হলেন বছর বাইশের আলমগির হোসেন এবং একুশ বছর বয়সি মহম্মদ ফজলু। দু’জনের বাড়ি দোহার থানা এলাকায়। রবিবার রাত সাড়ে দশটা নাগাদ বাইকে চড়ে পদ্মা সেতু দিয়ে যাচ্ছিলেন দু’জনে।
সেই সময় সেতুর ২৭ এবং ২৮ নম্বর পিলারের মাঝামাঝি জায়গায় দুর্ঘটনাটি ঘটে। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে দু’জনকে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসকরা জানান আলমগির হোসেন এবং মহম্মদ ফজলুর মৃত্যু হয়েছে। শ্রম দিয়েছেন প্রায় ৭ হাজার ৫০০ দেশি শ্রমিক, আড়াই হাজার বিদেশি শ্রমিক এবং প্রায় ৩০০ দেশি-বিদেশি পরামর্শক। নবনির্মিত সেতুর ফলে রাজধানী ঢাকা এবং অন্যান্য বড় শহরের সঙ্গে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সড়ক যোগাযোগে সময় ও অর্থ দু’টিই সাশ্রয় হয়েছে। কলকাতা-ঢাকা সড়কপথে যেতে কমপক্ষে ১৬ ঘণ্টা সময় লাগত। পদ্মা সেতুর উপর দিয়ে গেলে সাড়ে ছ’ঘণ্টাতেই পৌঁছনো যাবে। এই ঐতিহাসিক কীর্তির জন্য বাংলাদেশকে অভিনন্দন জানায় ভারত। রবিবার থেকেই পদ্মা সেতুতে যানচলাচল শুরু হয়। ওইদিনই দুর্ঘটনায় প্রাণহানি হয় দুই বাইক চালকের। তবে আপাতত নিষিদ্ধ বাইক চলাচল।
Read: শিক্ষা দফতরের অনুগ্রহে স্ত্রীর বদলি করিয়েছিলেন সুকান্ত! – বিস্ফোরক তথ্য প্রকাশ্যে
Tweet: শিক্ষা দফতরের অনুগ্রহে স্ত্রীর বদলি করিয়েছিলেন সুকান্ত! – বিস্ফোরক তথ্য প্রকাশ্যে
Padma Bridge