প্রথমে গুজরাতের সুরাত। আর তারপর সেখান থেকে আরেক বিজেপি শাসিত রাজ্য আসামের গুয়াহাটিতে ঘাঁটি গেড়েছেন শিবসেনার বিদ্রোহী বিধায়কেরা। আর গুয়াহাটির যে হোটেলে তাঁরা আছেন, তা এখন প্রায় দূর্ভেদ্য দূর্গের চেহারা নিয়েছে। আর সেই হোটেল দেখতেই ভিড় গুয়াহাটির মানুষের। মাঝে মধ্যেই দেখে যাচ্ছেন একাধিক মানুষ। তুলছেন গুয়াহাটির এই হোটেলের ছবি। শিবসেনার বিদ্রোহীদের ঠিকানা গুয়াহাটির বিলাসবহুল হোটেল র্যাডিসন ব্লু এখন সকলের নজরে।
গত কয়েক দিন ধরে একনাথ শিন্ডে-সহ মহারাষ্ট্রের বিক্ষুব্ধ বিদ্রোহী বিধায়কদের সৌজন্যে খবরের শিরোনামে গুয়াহাটির এই হোটেল। পরিস্থিতি এমনই যে, উত্তর-পূর্বের ওই হোটেলের বুকিং আগামী ৩০ জুন পর্যন্ত বন্ধ রয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে কোনও বুকিং নিচ্ছেন না হোটেল কর্তৃপক্ষ। হোটেলের ওয়েবসাইটে ইতিমধ্যেই এই তথ্য দেওয়া হয়েছে।
আগামী পয়লা জুলাই থেকে নতুন করে বুকিং নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে। হোটেল সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে হোটেলের সব ঘর বুক করা রয়েছে। তবে মহারাষ্ট্রের বিদ্রোহী বিধায়কদের থাকার ব্যাপারে কোনও শব্দ উচ্চারণ করছেন না হোটেলের কেউই। ওই হোটেলে ঘর বুক করতে চেয়েছিলেন একাধিক ব্যক্তি। বিশেষ করে পর্যটক বা আইটি সংস্থার কর্মীরা। কিন্তু কেউই হোটেলের কোনও ঘর পাননি।