এবার বিজেপি শাসিত উত্তরাখণ্ডে লজ্জা। সে রাজ্যে অবস্থিত হরিদ্বারের রুরকিতে রাতে বাড়ি ফেরার পথে চলন্ত গাড়ির মধ্যে গণধর্ষণ করা হল মা ও মেয়েকে! রুরকির সিভিক হাসপাতালে ওই মহিলা ও তাঁর মেয়েকে ভর্তি করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি ধর্মীয় স্থান থেকে রবিবার রাতে বাড়ি ফিরছিলেন এক মহিলা ও তাঁর ছ’বছরের শিশুকন্যা। রাস্তায় সোনু নামে এক ব্যক্তি গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন মহিলাকে। সেই সময় গাড়িতে ছিলেন সোনুর আরও কয়েক জন বন্ধু। কোনও ভাবে ওই অবস্থায় থানায় পৌঁছন মহিলা। তার পরই তিনি অভিযোগ দায়ের করেন। তবে গাড়িতে ঠিক কত জন ব্যক্তি ছিলেন, তা স্পষ্ট করে বলতে পারেননি নির্যাতিতা। শুধুমাত্র সোনুর নাম উল্লেখ করেন তিনি।
Read: স্টেশনে ঢোকার মুখে আচমকা লাইনচ্যুত লোকাল ট্রেনের কামরা – তীব্র চাঞ্চল্য বর্ধমান স্টেশনে
Tweet: স্টেশনে ঢোকার মুখে আচমকা লাইনচ্যুত লোকাল ট্রেনের কামরা – তীব্র চাঞ্চল্য বর্ধমান স্টেশনে
Uttarakhand