এবার ফের হিংসার বলি শাসক দলের নেতা! হ্যাঁ, এবার জানলা খোলা পেয়ে ঘুমন্ত তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। আর তার জেরেই প্রাণ গেল তাঁর। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার সন্দেশখালির দু’নম্বর ব্লকের দাউদপুর গ্রাম পঞ্চায়েতের জ্যোতিষপুর গ্রামে। রাজনৈতিক কারণে খুন নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কিছু, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
নিহত প্রদীপ নায়েক, সন্দেশখালির জ্যোতিষপুর গ্রামের বাসিন্দা। তিনি জ্যোতিষপুর গ্রামের তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি। বর্তমানে এনআরজিএস-এর সুপারভাইজার ছিলেন। রবিবার সন্ধেয় বাড়িতে ঘুমোচ্ছিলেন তিনি। খোলা ছিল জানলা। অভিযোগ, জানলা দিয়ে ঘুমন্ত তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। রক্তারক্তি কাণ্ড ঘটে। তৃণমূল নেতার কান এবং চোয়ালে গুলি লাগে।
গুলির শব্দে জড়ো হয়ে যান পরিারের অন্যান্যরা। তৃণমূল নেতাকে তড়িঘড়ি উদ্ধার করা হয়। বসিরহাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা জানান, ততক্ষণে মৃত্যু হয়েছে ওই তৃণমূল নেতার। সন্দেশখালি থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। কে বা কারা এই কাণ্ড ঘটাল, তা খতিয়ে দেখছে তারা।
Read: মনোনয়ন জমা দিয়েই ময়দানে নেমে পড়বেন যশবন্ত – প্রচারে বেরিয়ে যাবেন আদবানির বাড়িতে
Tweet: মনোনয়ন জমা দিয়েই ময়দানে নেমে পড়বেন যশবন্ত – প্রচারে বেরিয়ে যাবেন আদবানির বাড়িতে
TMC