বছর ঘুরতেই বড় সাফল্য ‘কৃষকবন্ধু’ প্রকল্পে। বর্ষার শুরুতে এবার ৮৯ লক্ষ কৃষকের হাতে দু’দফায় দশ হাজার টাকা করে তুলে দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষি দপ্তরের হিসাব অনুযায়ী, আগামী বছরে এই ভাতা এক কোটি কৃষকের ঘরে পৌঁছে যাবে। পরিবারের হিসাবে ভাতার সুবিধা পাবে আড়াই থেকে তিন কোটি মানুষ।
প্রকল্প চালুর প্রথম পর্যায়ে ৬৮ লক্ষের লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার পর কৃষকসমাজ খুশি। নতুন করে আরও অনেকে যে ভাতা নিতে এগিয়ে এসেছেন, সেই ছবিটা স্পষ্ট। আরও ২১ লক্ষ নতুন নাম নথিভুক্ত হয়েছে দ্বিতীয় পর্যায়ে। পঞ্চায়েত নির্বাচন সামনের বছর। গ্রামীণ ভোটে কৃষকদের রায়েই রয়েছে সাফল্যের চাবি। সেই প্রেক্ষিতে কন্যাশ্রী, সবুজসাথী, রূপশ্রীর মতোই প্রথমবার ‘কৃষকবন্ধু’ প্রকল্পের সাফল্যের ফসল শাসকদল তৃণমূ্ল ঘরে তুলবে বলে মনে করছে রাজনৈতিক মহল।
কেন্দ্রীয় সরকার ছ’হাজার টাকা ভাতা দেয় কৃষকদের। বছরে তিনবার দু’হাজার টাকা করে দেওয়া হয়। কিন্তু সেই প্রকল্প হেক্টরপিছু জমিতে। খুব কম কৃষকের এতটা জমি রয়েছে। ফলে বেশি কৃষক সুবিধা পান না। অন্যদিকে মুখ্যমন্ত্রীর প্রকল্পের নিরিখ মাত্র এক একর জমি। ভাতাও প্রায় দ্বিগুণ। দেখা যাচ্ছে, তাতেই কেন্দ্রকে অনেক পিছনে ফেলে দিয়েছে রাজ্য। মমতার প্রকল্পের সুযোগ আগামী দিনে পাবেন প্রায় এক কোটি কৃষক। কোনও রাজ্যে এমন ইউনিক প্রকল্প নেই বলে জানালেন কৃষি বিশেষজ্ঞ বিধায়ক প্রদীপ মজুমদার। সোমবার মুখ্যমন্ত্রীর দুই বর্ধমান জেলার সফর শুরু হচ্ছে।
Read: তিন দিনের সফরে আজ থেকে দুই বর্ধমানে মমতা – রয়েছে একাধিক কর্মসূচী
Tweet: তিন দিনের সফরে আজ থেকে দুই বর্ধমানে মমতা – রয়েছে একাধিক কর্মসূচী
Krisakbondhu Scheme