ফের বিতর্কের মুখে মোদী সরকার। ক্ষমতার আসার পর থেকেই বাকস্বাধীনতার উপর নানান ভাবে আঘাত হেনেছে বিজেপি। রবিবার স্পষ্টবাদী সাংবাদিক ও বিশিষ্ট নিবন্ধ লেখক রানা আয়ুবের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হল। টুইটারের তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, ২০০০ সালের ভারতে তথ্য ও প্রযুক্তি আইনের দৌলতে তাঁর টুইটার অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, উক্ত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, “আমরা, অর্থাৎ টুইটার ভারতের প্রতিটি নাগরিকের মত প্রকাশের অধিকারে বিশ্বাস করে। আমাদের নীতি হল, যদি কোনও প্রান্ত থেকে (সরকারি সংস্থা বা আইন-শৃঙ্খলা রক্ষা দায়িত্বে থাকা কর্তৃপক্ষ) আমাদের কাছে আইনি পথে কারও টুইটার অ্যাকাউন্ট ব্লক করে দেওয়ার অনুরোধ করা হয়, আমরা সেই আর্জি মানতে বাধ্য। এটা শুধুমাত্র এই দেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়, অন্য কোনও দেশের প্রশাসনের শীর্ষমহল থেকে আমাদের কাছে অনুরোধ আসলে আমরা তা মেনে চলতে বাধ্য।”
পাশাপাশি, অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার বিষয়টি টুইটারের তরফ থেকে সংশ্লিষ্টকে জানিয়ে দেওয়া হয়। রানা আয়ুবের টুইটার অ্যাকাউন্ট বন্ধে ক্ষুব্ধ টেনিস তারকা মার্টিনা নাভ্রাতিলোভা। তাঁর প্রশ্ন, এর পর কে? প্রশ্ন উঠছে, রানা আয়ুবের টুইটার অ্যাকাউন্ট কেন বন্ধ করে দেওয়া হল? জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই মোদী সরকারের নজরে ছিলেন রানা আয়ুব। গুজরাত দাঙ্গা নিয়ে তিনি একটি বই প্রকাশ করেন। বইয়ের শিরোনাম ‘গুজরাত ফাইলস’। তারপর থেকেই বিজেপির বিষ-নজরে ছিলেন তিনি।