আগামীকাল, মঙ্গলবার থেকে শুরু গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স(জিএসটি) কাউন্সিলের বৈঠক। যা হবে চণ্ডীগড় শহরে। নানা কারণে এবারের জিএসটি কাউন্সিলের মিটিং উল্লেখযোগ্য। জানা গিয়েছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আগামীকালের বৈঠকে আলোচনা করা হবে।
যেমন, আগামীকালের মিটিংয়ে নানা গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে একটি হল জিএসটির রেট সংক্রান্ত আলোচনা। জিএসটি-র ক্ষেত্রে যে নির্দিষ্ট রেট রয়েছে, অর্থাৎ বিভিন্ন পণ্য-পরিষেবার ক্ষেত্রে যে নির্দিষ্ট রেট ব্যবহার করার চল আছে, সেই রেটে কিছু রদবদল করার সিদ্ধান্ত আগামীকালের বৈঠকে নেওয়া হতে পারে।
এছাড়াও, আরও একটি বিষয়ের দিকে সকলের চোখ রয়েছে। আগামীকালের জিএসটি কাউন্সিলের বৈঠকে জিএসটি সংক্রান্ত ক্ষতিপূরণ নিয়ে আলোচনা করা হবে। অর্থাৎ রাজ্যগুলো ঠিক কতটা ক্ষতিপূরণ পাবে, কেন্দ্র কতদিনের মধ্যে জিএসটি সংক্রান্ত ক্ষতিপূরণের টাকা রাজ্যের হাতে তুলে দেবে তা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।