রাস্তায় জল জমে ছিল। আর তারই মধ্যে ল্যাম্পপোস্টে হাত দেওয়া মাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয় হরিদেবপুরে ৪১ পল্লীর নীতিশ যাদব নামের এক ১২ বছরের শিশুর। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কিশোরকে বাঁচানো যায়নি। এ নিয়েই এবার গর্জে উঠলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
জানা গিয়েছে, শিক্ষকের বাড়িতে প্রসাদ দিতে যাওয়ার কথা ছিল নীতিশের। কিন্তু তা আর সারা হল না। শিক্ষকের বাড়ির সামনেই রাস্তায় জল জমে ছিল। সেখানে ল্যাম্পপোস্টে হাত দেওয়া মাত্রই জমা জলে লুটিয়ে পড়ে ছেলেটি। বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনার পরই বিতর্ক দেখা দিয়েছে ফের। সেই বিষয় নিয়েই এবার মুখ খুলেছেন ফিরহাদ।
এদিন তিনি বলেন, ‘হরিদেবপুরের এই মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ঘটনায় মর্মাহত আমরা। সব রকম ভাবে ওই পরিবারের পাশে দাঁড়াব। আজ পুরসভার গাড়ি থেকে আরম্ভ করে সমস্ত কিছু ব্যবস্থা করব। কার দায়, তা অবশ্যই খতিয়ে দেখা হবে। তবে যারাই এই ঘটনায় দায়ী, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’ তিনি এ-ও বলেন, ‘পুরসভা নয়, তৃতীয় কোন সংস্থা দিয়ে, যেমন যাদবপুর বিশ্ববিদ্যালয় বা যারা এই ইলেকট্রিফিকেশন নিয়ে বিশেষজ্ঞ তাদের দিয়ে তদন্ত করা উচিত।’
Read: টালমাটাল সরকার, এর মধ্যেই শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতকে তলব ইডি-র – মঙ্গলবারই হাজিরার নির্দেশ
Tweet: টালমাটাল সরকার, এর মধ্যেই শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতকে তলব ইডি-র – মঙ্গলবারই হাজিরার নির্দেশ
Firhad Hakim