একনাথ শিন্ডের নেতৃত্বে একঝাঁক শিবসেনা বিধায়ক বিদ্রোহ ঘোষণা করেছেন। আর তা নিয়ে রাজনৈতিক ডামাডোল চলছে মহারাষ্ট্রে। এরই মধ্যে ফের সঞ্জয় রাউতকে সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার আর্থিক দুর্নীতির মামলায় শিব সেনার ‘কৌশলী’ রাউতকে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। পালটা রাউতের হুঙ্কার, ‘মাথা কেটে ফেললেও গুয়াহাটি যাব না।’
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, আগামীকাল সকাল ১১টায় ইডির মুম্বই অফিসে হাজিরা দিতে বলা হয়েছে সঞ্জয় রাউতকে। মুম্বইয়ের ‘পাটরা চউল’ জমি কেলেঙ্কারির মামলায় রাজ্যসভার ওই সাংসদকে ডেকে পাঠানো হয়েছে। যদিও সমন পাওয়ার পর ইডির বিরুদ্ধে তোপ দেগেছেন রাউত। তিনি বলেন, ‘কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ষড়যন্ত্র করছে। আজ মহারাষ্ট্রে আমরা বালাসাহেবের সৈনিকরা একটি বড় যুদ্ধ করছি। আমাদের থামাতে ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে লেলিয়ে দিয়ে আমাদের থামানো যাবে না। কাল আমি ইডির কাছে হাজিরা দেব না। কিছুটা সময় চেয়ে নেব।’ শিব সেনার ‘বিদ্রোহী’দের তোপ দেগে রাউত বলেন, ‘মাথা কেটে ফেললেও আমি গুয়াহাটি যাব না।’
Read: কোহলিদের বিরুদ্ধে নামার আগেই অবসর! – টেস্টে ইংল্যান্ডের অধিনায়ক হিসাবে দেখা যাবে না অইন মর্গ্যানকে
Tweet: কোহলিদের বিরুদ্ধে নামার আগেই অবসর! – টেস্টে ইংল্যান্ডের অধিনায়ক হিসাবে দেখা যাবে না অইন মর্গ্যানকে
Maharashtra