একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই বাংলায় কার্যত ‘ভাঁড়ে মা ভবানী’ দশা গেরুয়াশিবিরের। একের পর এক নেতাদের দলত্যাগ, সাংগঠনিক ভাঙনে জর্জরিত হয়েছে বঙ্গ বিজেপি। তার পাশাপাশি আভ্যন্তরীণ কোন্দলও অব্যাহত। তৃণমূলস্তরে সংগঠনের ভিত মজবুত করতে নতুন কমিটি তৈরির সিদ্ধান্ত নিয়ে মহা বিপাকে বঙ্গ বিজেপি। ওয়ার্ড, অঞ্চল এবং ব্লক; তিনটি কমিটি নতুন করে সাজাতে প্রায় ৬০ হাজার জন কর্মীর প্রয়োজন। কিন্তু দলের অন্দরেই প্রশ্ন, কোথা থেকে আসবে ৬০ হাজার লোক? এখনও রাজ্যে ৫০ শতাংশ মণ্ডল কমিটিই তৈরি করতে পারেনি বিজেপি। সেখানে ব্লক-অঞ্চল-ওয়ার্ড কমিটি গড়তে নেমে গলদঘর্ম অবস্থা গেরুয়া-নেতৃত্বের।
প্রসঙ্গত, জে পি নাড্ডা ও বি এল সন্তোষদের উপস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে নতুন করে অঞ্চল ও ব্লক কমিটি গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বৈঠকে। বাস্তবে নিম্ন স্তরে বিজেপির পতাকা ধরার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। হায়দ্রাবাদে জাতীয় কর্মসমিতির বৈঠকের আগে, নতুন করে বঙ্গ বিজেপির নেতাদের দুশ্চিন্তা বাড়ল। সম্প্রতি বিজেপি সভাপতি নাড্ডার উপস্থিতিতে কলকাতায় রাজ্য বিজেপির কার্যকারিণী বৈঠক হয়েছিল। সেখানেই ওয়ার্ড ও অঞ্চল কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওই দুই কমিটির উপরে থাকবে ব্লক কমিটি। তিন ধরনের কমিটিতে ৮ থেকে ৯ জন করে সদস্য থাকবে। এখন রাজ্যে ৪৮০০ অঞ্চল রয়েছে। ব্লক রয়েছে ৩৬৮টি। ওয়ার্ড ধরলে সংখ্যা ৬ হাজারেরও বেশি। ৬ হাজারটি নতুন কমিটির প্রত্যেকটিতে যদি ১০ জন করেও সদস্য রাখতে হয়, তবে ৬০ হাজার জন লোক দরকার। যা জোগাড় করতে গিয়েই নাভিশ্বাস উঠেছে বিজেপি নেতৃত্বের।
Read: শুভেন্দুর গ্রেফতারির দাবিতে আগামীকাল রাজভবন অভিযান – থাকবেন নন্দীগ্রামের মা-ও
Tweet: শুভেন্দুর গ্রেফতারির দাবিতে আগামীকাল রাজভবন অভিযান – থাকবেন নন্দীগ্রামের মা-ও
BJP