প্রথমবার ক্ষমতায় আসার পর থেকেই রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণের মাধ্যমে রাজকোষ ভরতে চাওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়েছিল মোদী সরকার। দ্বিতীয় বার ক্ষমতায় এসে সেই কাজ পুরো দমে শুরু করছে তারা। যার ফলস্বরূপ এবার আরও একটি সরকারি কোম্পানি বেসরকারি হাতে যেতে চলেছে। জানা গিয়েছে, এবার উড়িষ্যায় অবস্থিত নীলাচল ইস্পাত নিগম লিমিটেড (এনআইএনএল)-এর মালিকানা নিতে চলেছে টাটা।
হ্যাঁ, জুলাইয়ের মাঝামাঝি টাটা গ্রুপের একটি সংস্থার কাছে হস্তান্তরের কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। মূলত, টাটা স্টিলের ইউনিট টাটা স্টিল লং প্রডাক্টস (টিএসএলপি) চলতি বছরের জানুয়ারিতে ১২,১০০ কোটি টাকার বিনিময়ে এনআইএনএল-এর ৯৩.৭১ শতাংশ অংশীদারিত্ব অর্জনের জন্য একটি বিড জিতেছিল৷ জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড, নলওয়া স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড এবং জেএসডব্লিউ স্টিল লিমিটেডের একটি দলকে পিছনে ফেলে তারা এই সাফল্য অর্জন করে।