ক্ষমতায় আসার পর থেকেই দেশের নানান ক্ষেত্রে বেসরকারিকরণে পথে হেঁটেছে মোদী সরকার। তা নিয়ে বিস্তর সমালোচনাও হয়েছে। এবার প্রতিবন্ধী যাত্রীদের পকেটেও চাপ বাড়াল রেল। এতকাল বিশেষভাবে সক্ষম এই ধরনের যাত্রীরা স্টেশনে এসে ট্রেনে চড়া বা নেমে যাওয়ার জন্য এই পরিষেবা পেতেন সম্পূর্ণ বিনামূল্যে। এবার আধ ঘণ্টার জন্য দিব্যাঙ্গদের হুইলচেয়ার নিতে ভাড়া গুনতে হবে পঞ্চাশ টাকা। আগামী সপ্তাহ থেকে হাওড়া স্টেশনে এই পরিষেবা চালু হলেও শিয়ালদহ স্টেশনে ক-দিন পরে এই পরিষেবা পাবেন প্রতিবন্ধী যাত্রীরা। ইতিমধ্যেই এই ইস্যুতে বিতর্কের মুখে রেল।
উল্লেখ্য, নতুন পরিষেবা নিয়ে মোটেই সন্তুষ্ট নন দিব্যাঙ্গ যাত্রী ও পরিবারের লোকজন। শনিবার ইন্টারসিটির প্রতিবন্ধী যাত্রী সুধীর দাশ বলেন, এমনিতেই এই ধরনের যাত্রীরা উপার্জনে যথেষ্ট উপযুক্ত নন, তাই সরকার নানা ধরনের সুবিধা দিয়ে থাকেন। এবার যাতায়াতে দু’-দু’বার করে দু’টি স্টেশনে দু’শো টাকা দেওয়াটা বিশেষ চাপের হয়ে দাঁড়াবে। বলেন, টিকিটেই ৭৬ শতাংশ ছাড় থাকে প্রতিবন্ধী যাত্রী ও তার সহযোগী যাত্রীর। রাজধানী এক্সপ্রেস ও এসি টু’টিয়ারে ৫০ শতাংশ ছাড় দেয় রেল। তখন হুইলচেয়ার ব্যবহারে আধ ঘণ্টায় ৫০ টাকা খুব সঠিক পদক্ষেপ নয়। কাজেই প্রবল বিতর্কের মুখে রেল তথা মোদী সরকার।