শুরু হয়েছে গিয়েছে কাউন্টডাউন। সামনেই রাষ্ট্রপতি নির্বাচনে। রাইসিনা দখলের লড়াইয়ের অপেক্ষায় প্রহর গুনছে রাজনৈতিক মহল। একদিকে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু। আর অন্যদিকে বিরোধীদের প্রার্থী যশোবন্ত সিনহা। এবার বিরোধীদের একজোট করার লক্ষ্যে বিরোধী নেতাদের চিঠি দিলেন যশোবন্ত। ইতিমধ্যেই মনোনয়ন জমা দিয়েছেন দ্রৌপদী মুর্মু। কিন্তু প্রচারে পিছিয়ে নেই যশোবন্ত সিনহাও। ২৭শে জুন অর্থাৎ আগামী সোমবার তিনি মনোনয়ন পেশ করবেন। তারপরেই রাজ্যে রাজ্যে গিয়ে ভোটের প্রচার করতে চান বিরোধী শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশোবন্ত সিনহা, বিরোধীদের চিঠিতে নিজেই সেকথা জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, গত শুক্রবার ২৪শে জুন রাতে বিরোধী শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশোবন্ত সিনহা বিরোধী নেতাদের চিঠি দিয়ে জানিয়েছেন, দেশের সংবিধানের একজন রক্ষাকর্তা হিসেবে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে তিনি কাজ করতে চান। সংবিধানের মূল ধারাকে রক্ষা করাই তাঁর লক্ষ্য।
পাশাপাশি, উক্ত চিঠিতে যশোবন্ত জানিয়েছেন, তিনি বিরোধী নেতাদের আশ্বস্ত করছেন, নির্বাচিত হলে নিরপেক্ষভাবেই তিনি সংবিধানের মূল ভাবনাকে রক্ষা করবেন। গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার আলোকে স্তিমিত হতে দেব না, বলেও ওই চিঠিতে জানিয়েছেন বিরোধী শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশোবন্ত সিনহা। এছাড়া জানাচ্ছেন, তিনি রাষ্ট্রপতি হলে কৃষক, শ্রমিক এবং বেকার যুবসমাজ, মহিলা এবং নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হয়ে উঠবেন। মোদী আমলে বিরোধীদের অভিযোগ, মোদী সরকার দেশের স্বশাসিত সংস্থাগুলির স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। সেই মর্মে যশোবন্ত সিনহা লিখছেন, তিনি রাষ্ট্রপতি হলে কোন স্বশাসিত সংস্থার অপব্যবহার হতে দেবেন না। সংসদ কোনভাবেই যাতে স্বৈরাতন্ত্রের আক্রান্ত না হয়, তাও নিশ্চিত করবেন তিনি।