এই ঘটনা নতুন নয়। আগেও বারবার সামনে এসেছে এমন নৃশংসতার কথা। আবারও একবার। ফের রাজ্যে তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার হল৷ ঘটনায় ফের ব্যাপক শোড়গোল পড়ে গিয়েছে৷ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷ ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের ক্ষীরাই ছয় নম্বর অঞ্চলের মিরুপুর এলাকায়৷ মৃত তৃণমূল নেতার নাম তপন বেরা৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার তৃণমূলের বুথ সভাপতি ছিলেন তপন৷ সংসারে ছিল ব্যাপক আর্থিক অনটন৷ তাই প্রায় দিনই স্ত্রীর সঙ্গে ঝামেলা লেগেই থাকত৷ এরই মধ্যে তপন বাবু সম্প্রতি ইনস্টলমেন্টে একটি বাইক কেনেন৷
সেই টাকা দেওয়া নিয়ে শুক্রবার সকালে স্ত্রীর সঙ্গে তুমুল অশান্তি হয়৷ এরপর ঘটনার দিন দুপুরে সবার অলক্ষে আত্মঘাতী হন তপন বেরা৷ এরপর শুক্রবার বিকেলের দিকে স্ত্রী দরজা ধাক্কা দিলে না খোলায় তিনি লোক ডেকে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন ঝুলছেন তৃণমূল নেতা৷ সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পিংলা গ্রামীণ হাসপাতালে৷ সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ শনিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হবে বলে জানা গিয়েছে৷ অনুমান স্ত্রীর সঙ্গে টাকা নিয়ে বিবাদের জেরেই তিনি আত্মহত্যা করেছেন তিনি৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷