মহারাষ্ট্রে একনাথ শিন্ডের নেতৃত্বে একঝাঁক শিবসেনা বিধায়ক বিদ্রোহ ঘোষণা করতেই চরমে উঠেছে রাজনৈতিক ডামাডোল। আরব সাগরের তীরে কার রাজত্ব থাকবে, তা নিয়ে তুমুল টানাপোড়েন চলছে। এই আবহেই এবার মহারাষ্ট্রের মহা সঙ্কট নিয়ে মুখ খুললেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। কার্যত হতাশার প্রকাশ করে উদ্ধব বললেন, আমি আশা করিনি আমাদের নিজেদের দলের লোকেরাই আমাদের পিঠে ছুরি মারবে।
শিন্ডের নেতৃত্বে শিবসেনা বিধায়কদের বিদ্রোহ নিয়ে বলতে গিয়ে উদ্ধব জানান, আমি আমার মা-কে এই বিষয় নিয়ে জানিয়েছিলাম। তিনি বলেন, ‘যে যাঁরা আমাদের ছেড়ে গিয়েছেন, মনে হচ্ছে তাঁদের গায়ে যেন মূল্যের স্টিকার সাঁটা রয়েছে। যদি আমাদের সরকারের জোটসঙ্গীরা আমাদের পিঠে ছুরি মারত, তাঁর তাহলে এতটা খারাপ লাগত না। কিন্তু পিঠে ছুরি মেরেছেন আমাদের দলের লোকেরাই। যাঁরা আমাদের উপরেই ভরসা করে এত বড় নেতা হয়েছেন, তাঁরাই আমাদের পিঠে ছুরি মারলেন!’
পাশাপাশি উদ্ধব আরও বলেন, তিনি লড়াই ছাড়ছেন না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ‘আমরা যখন ক্ষমতায় এলাম, তখনই শুরু হল করোনার প্রকোপ। তার পর সেই রোগের প্রকোপ কমল, আমার ঘাড়ে যন্ত্রণার সমস্যা শুরু হল। তবে আমি আজকে নিজের হৃদয় থেকে কথাগুলো বলছি। আমি বর্ষা (মুখ্যমন্ত্রীর বাসভবন) ছেড়ে দিয়েছি মানে লড়াই ছেড়ে দিয়েছি এমনটা নয়। আমি কোনও পদের প্রতি আকৃষ্ট নই। আমি কখনও স্বপ্ন দেখিনি যে আমি মুখ্যমন্ত্রী হব।’