একঝাঁক শিবসেনা বিধায়ককে পাশে নিয়ে সরাসরি উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন একনাথ শিন্ডে। শোনা যাচ্ছে, বালাসাহেব ঠাকরের নামেই নামাঙ্কিত হতে পারে তাঁর বিদ্রোহী গোষ্ঠীর নাম। সূত্র মারফত জানা গিয়েছে, একনাথ শিন্ডের নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠীর নাম রাখা হতে পারে ‘শিবসেনা বালাসাহেব’। আর এই খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছেন উদ্ধব ঠাকরে। তাঁরই বাবার নামে দল গঠন করে তাঁর বিরুদ্ধে চাপ সৃষ্টির অঙ্ক যে তিনি এত সহজে মিলতে দেবেন না, তা তিনি স্পষ্ট করে দিয়েছেন।
এই বিষয়ে উদ্ধব ঠাকরে বলেন, ‘অনেক লোক আমাকে কিছু বলতে বলছেন এই বিষয়ে। কিন্তু আমি আগেই বলেছি যে তাঁরা (বিদ্রোহী বিধায়ক) যা করতে চান, তাই করতে পারেন। আমি তাঁদের বিষয়ে হস্তক্ষেপ করব না। তাঁরা নিজেদের সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু কেউ যেন বালাসাহেব ঠাকরের নাম ব্যবহার না করেন।’ এরপরই শিবসেনার কার্যনির্বাহীর বৈঠকে একটি রেজোলিউশন পাশ হয়। সেই রেজোলিউশন অনুযায়ী, কাউকে বালাসাহেবের নাম ব্যবহার করতে দেওয়া হবে না। এর বিরুদ্ধে শিবসেনা নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে বলেও জানা গিয়েছে।