বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই স্বাস্থ্য, শিক্ষার পাশাপাশি শিল্পের দিকেও বাড়তি নজর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিল্পায়ন এবং কর্মসংস্থানই যে পাখির চোখ, তাঁর সরকারের আগের দু’দফায় তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। যার ফলে বাংলাই এখন বিনিয়োগকারীদের অন্যতম গন্তব্য হয়ে উঠেছে। এবার কলকাতায় অফিস খুলল ব্রিটিশ সংস্থা ইনসেপশিয়াল টেকনোলজিস ইউকে।
সল্টলেক সেক্টর ফাইভে শুক্রবার এই অফিসের উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার নিক লো এবং হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন। সংস্থার কর্তাদের দাবি, এরাজ্যে বিপুল কর্মসংস্থানের সুযোগ করে দেবে এই সংস্থা। লিভারপুলের তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজের সুযোগ পাবেন এখানকার চাকরিপ্রার্থীরা। আমেরিকা, ফ্রান্স, কানাডায় এই সংস্থার অফিস রয়েছে। সামাজিক মাধ্যম লিঙ্কডইন অনুযায়ী ভারতে এই সংস্থার হেড অফিস হচ্ছে কলকাতাতেই।