এবার যোগী রাজ্যের স্কুলের এক পার্শ্বশিক্ষককে চটি দিয়ে মারার অভিযোগ উঠল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ, সকলের সামনেই চটি হাতে ওই পার্শ্বশিক্ষকের উপর চড়াও হয়েছেন তিনি। অভিভাবকদের কয়েক জন প্রধানশিক্ষককে নিরস্ত করেন। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখিমপুর খেরির মহানগুখেড়া প্রাথমিক বিদ্যালয়ে।
অভিযুক্ত প্রধানশিক্ষকের নাম অজিত কুমার। অভিযোগ, শুক্রবার সকালে স্কুলে যেতেই পার্শ্বশিক্ষক সীমা দেবীকে চটি দিয়ে মারেন। কিন্তু কেন তাঁকে মারলেন প্রধানশিক্ষক, বিষয়টি স্পষ্ট নয় বলে জানিয়েছেন জেলার প্রাথমিক শিক্ষা আধিকারিক লক্ষ্মীকান্ত পাণ্ডে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই প্রধানশিক্ষককে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন ওই শিক্ষা আধিকারিক।