পরিস্থিতি আগেই রাজ্যের বিজেপি সরকারের হাতের বাইরে বেরিয়ে গিয়েছিল। এবার আরও ভয়ঙ্কর চেহারা নিয়েছে আসামের বন্যা পরিস্থিতি। সময় যত এগোচ্ছে ততই বাড়ছে মৃত্যু মিছিল। দুর্যোগে উত্তর-পূর্বের এই রাজ্যে মৃত্যুর সংখ্যা একশো পেরিয়েছে বলেই সরকারি সূত্রের খবর। গোটা আসামের প্রায় সবকটি জেলাই এখন বন্যার কবলে।
জানা গিয়েছে, আসামের ২৮টি জেলায় প্রায় ৩৩ লক্ষ মানুষ বন্যার কারণে বিপর্যস্ত। শুধুমাত্র নাগোন জেলায় প্রায় ১৫৫ টি গ্রাম জলের তলায়। ঘর বাড়ি সব তলিয়ে গেছে। মানুষ আশ্রয় নিয়েছে জাতীয় সড়কের ধারে। তাঁবুই এখন তাঁদের মাথা গোঁজার একমাত্র ঠাঁই। নাগোন জেলার রাহা বিধানসভা ক্ষেত্রে প্রায় ১.৪২ লক্ষ মানুষ বন্যার কারণে প্রবল ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরকারি পরিসংখ্যান বলছে, ২৮ টি জেলায় প্রায় ৩৩ লক্ষেরও বেশি মানুষ বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ২.৬৫ লক্ষ মানুষ আশ্রয় নিয়েছেন তাঁবুতে। এখনও পর্যন্ত এই প্রবল বন্যার কারণে ১১৮ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।