দলের অন্দরেই তিনি কোণঠাসা। টালমাটাল অবস্থা সরকারেরও। শেষরক্ষা করতে চেষ্টার কোনও খামতি রাখতে চাইছেন না শিবসেনা মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশে দিলেন বার্তাও। শিবসৈনিকরা যদি মনে করেন তিনি অযোগ্য এবং দল পরিচালনায় ব্যর্থ, তবে তিনি দল এবং মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে প্রস্তুত বলে জানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। যদিও শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বলেন, ‘উদ্ধব ঠাকরে ইস্তফা দেবেন না। প্রয়োজনে সমস্ত শিবসৈনিক রাস্তায় নেমে আসবে। শেষ পর্যন্ত লড়াই হবে’।
মহারাষ্ট্রের জোট সরকারের সঙ্কট অব্যাহত। সরকার বাঁচানোর উপায় খুঁজতে শুক্রবার এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে একপ্রস্থ বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। এরপরই বিদ্রোহী নেতা একনাথ শিন্ডের বিরুদ্ধে মুখ খুলে দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে আবেগঘন বার্তা দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।
কী বার্তা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী? এক ভিডিয়ো বার্তায় উদ্ধব ঠাকরে বলেন, ‘যদি আপনারা মনে করেন আমি অযোগ্য, তবে এই মুহুর্তে আমি দল থেকে উস্তফা দেব। যদি মনে করেন দল পরিচালনায় ব্যর্থ, তবে দল থেকে নিজেকে আলাদা করে নেব’। ভিডিও বার্তায় বিদ্রোহী নেতা একনাথ শিন্ডে-কে নিশানা করে উদ্ধব আরও বলেন। শিবসেনা এখনও শেষ হয়ে যায়নি। যাঁরা বিজেপির পক্ষ নিচ্ছে, তারাই দলের ক্ষতি করছে। কখনও বলা হচ্ছে আমি দলের কর্মীদের সঙ্গে কথা বলি না। আমি কি কখনও নিজের দলের ক্ষতি করব’?