সরাসরি কোনও রাজ্যের দখল নিতে পারছে না ওরা। তাই, ঘুরপথে মহারাষ্ট্র দখল করার চেষ্টা করছে বিজেপি। এবার মহারাষ্ট্রের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ঠিক এই ভাষাতেই বিজেপিকে আক্রমণ শানালেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং।
শুক্রবার উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের প্রতিষ্ঠা দিবসে বারাসতের রবীন্দ্র ভবনে এক অনুষ্ঠানে যোগ দেন অর্জুন। সেখানেই মহারাষ্ট্রের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে বিজেপিকে আক্রমণ করেন তিনি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিকেও গতকাল চ্যালেঞ্জ ছুড়ে দেন অর্জুন। তৃণমুল নেতা বলেন, ‘ক্ষমতা থাকলে উনি বারাকপুর লোকসভা থেকে নির্বাচনে লড়াই করে দেখান। তাহলে বুঝব, কত ধানে কত চাল।’