দেশে করোনার তৃতীয় ঢেউ স্তিমিত। তবে বিশ্বের নানা প্রান্তে রূপ বদলে নতুন শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ছে করোনা ভাইরাসের নয়া স্ট্রেন। যার ফলে ভারতেও নতুন করে ফের চোখ রাঙাচ্ছে মারণ ভাইরাস। দেশে মহামারীর চতুর্থ ঢেউয়ের আশঙ্কা ফের মাথাচাড়া দিচ্ছে।গতকালই দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছিল। এদিন তা অনেকটা কমলেও ১৫ হাজারের ঘরেই রয়েছে।
শনিবার সকালে কেন্দ্রীয় স্বস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ভারতে গত ২৪ ঘন্টায় সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ৯৪০ জন। যা আগের দিনের থেকে ১ হাজার ৩৯৬ কম। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৩৩ লক্ষ ৭৮ হাজার ২৩৪। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় প্রাণ হারিয়েছেন ২০ জন। গতকাল এই সংখ্যাটা ছিল ১৩। অর্থাৎ দৈনিক মৃত্যু বেড়েছে ৭। এর ফলে দেশের মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৯৭৪।
আবার, পরিসংখ্যান অনুযায়ী দেশে এখনও পর্যন্ত ৪ কোটি ২৭ লক্ষ ৬১ হাজার ৪৮১ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২ হাজার ৪২৫ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.৫৮ শতাংশ। এদিকে চিন্তা বাড়িয়ে আরও ঊর্ধ্বমুখী দেশের অ্যাকটিভ কেস। এই মুহূর্তে দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৯১ হাজার ৭৭৯। যা গতকালের থেকে ৩ হাজার ৪৯৫ বেশি।