বিজেপি কার্যত ধসে যাওয়া একটি দল। গোষ্ঠী দ্বন্দ্ব দলাদলি লেগেই রয়েছে। এবং দলের সদস্যদের বিশেষ গুরুত্ব না দেওয়াই এই গেরুয়া শিবিরের অন্যতম একটি গুণ। সে কারণেই শনিবার বীরভূম বিজেপির জেলা কমিটির আমন্ত্রিত সদস্য ফণিরঞ্জন রায় দলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে পদত্যাগ করেছেন। তবে অন্য কোনও দলে যাবেন না বলে জানিয়েছেন তিনি। দলের বিরুদ্ধে বঞ্চনা ও অবহেলার অভিযোগে ফেসবুক পোস্ট করে পদত্যাগ করলেন আরেক বিজেপি নেতা। শনিবার বীরভূম বিজেপির জেলা কমিটির আমন্ত্রিত সদস্য ফণিরঞ্জন রায় দলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে পদত্যাগ করেছেন। শনিবার ফেসবুকে পোস্ট করে নিজের পদত্যাগের কথা জানান ফণিবাবু।
এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘পঞ্চায়েত নির্বাচন থেকে দলের জন্য লড়ছি। বিধানসভা নির্বাচনের পর বাড়ি ভাঙচুর হয়েছে। কিন্তু দলের নেতারা আমার বক্তব্যে কোনও কর্ণপাত করেননি। জেলা সভাপতি কথা বলতে চাইলে সাড়া দেন না। রাজ্য সভাপতি আমাকে এড়িয়ে গিয়েছেন। তাই বাধ্য হয়ে পদত্যাগ করলাম। দলে আমার মূল্যায়ণ হয়নি। দুধকুমার মণ্ডলের সঙ্গেও দলের কথা বলা উচিত ছিল। তবে অন্য কোনও দলে যাব না।’ বীরভূম বিজেপিতে ফের এক পদত্যাগকে কটাক্ষ করেছে তৃণমূল। তৃণমূলের জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, ‘বিজেপি একটা হোয়াটঅ্যাপ পার্টি। বাস্তবে তার কোনও অস্তিত্ব নেই। কয়েক মাসের মধ্যে বীরভূমে এই দলের অস্তিত্ব শেষ হয়ে যাবে।’