তুঙ্গে চড়ছে মহারাষ্ট্রের রাজনৈতিক পারদ। পরিস্থিতি যতই ঘোরালো হচ্ছে, ততই অভিযোগ ও পালটা অভিযোগকে ঘিরে সরগরম হচ্ছে আরবসাগরের তীরের রাজনীতি। এবার এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারকে এক কেন্দ্রীয় মন্ত্রী হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগটি করেছেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। কেন্দ্রীয় মন্ত্রীর নাম না জানালেও, তিনি মহারাষ্ট্রেরই ভূমিপুত্র বলে ইঙ্গিত সঞ্জয়ের।
মহারাষ্ট্রে বিদ্রোহী বিধায়কদের ইডি ও সিবিআই ভয় দেখানো হয়েছে বলে ইতিমধ্যে অভিযোগ তুলেছে কেউ কেউ। তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এই বিতর্কের মাঝে এবার চাঞ্চল্যকর অভিযোগ আনলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। নাম না করে এক কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে এনসিপি নেতা শরদ পাওয়াকে হুমকি দেওয়ার অভিযোগ আনলেন তিনি।
এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করতেও ছাড়েননি শিবেসনা সাংসদ। এক কেন্দ্রীয় মন্ত্রীর হুমকির বিষয়টি প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানেন কিনা, তা নিয়েও প্রশ্ন তুলেছেন সঞ্জয় রাউত। মোদী ও অমিত শাহ হুমকিকে সমর্থন করেন কিনা, তা মহারাষ্ট্র জনগণ জানতে চাইছেন বলেও দাবি তাঁর। যাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি মহারাষ্ট্রের ছেলে বলে টুইটে জানিয়েছেন শিবসেনা সাংসদ।
হুমকি প্রসঙ্গে টুইট বার্তায় শিবসেনা সাংসদ লেখেন, ‘এক কেন্দ্রীয় মন্ত্রী হুমকি দিয়েছেন যে শরদ পাওয়ার যদি মহারাষ্ট্রের জোট সরকারকে বাঁচানোর চেষ্টা করেন, তবে তাঁকে বাড়িতে যেতে দেওয়া হবে না। রাস্তায় থামিয়ে দেওয়া হবে। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কী এই ধরনের মন্তব্য সমর্থন করেন ‘?