বঙ্গ বিজেপির যেন শনির দশা চলছে! একুশের ভোটে ভরাডুবির পর থেকেই দলের অন্দরে চলছে মুষল পর্ব। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ, হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ, লোকাল ট্রেন থেকে কলকাতার রাজপথে দলীয় নেতার বিরুদ্ধে পোস্টার— নানা ভাবে দলের একাংশের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে দলেরই অন্য অংশকে। একের পর এক পুরভোট, উপনির্বাচনে হারের পর সেই গোষ্ঠীদ্বন্দ্ব আরও বড় চেহারা নিয়েছে। এবার যেমন ফের হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে বিতর্ক তৈরি হল গেরুয়া শিবিরের অন্দরে। রাজ্যে বিদ্রোহী বিজেপি নেতারা একটি হোয়াটস অ্যাপ গ্রুপ করেছেন বলে জানা যাচ্ছে। আর সেই হোয়াটস অ্যাপ গ্রুপে কোনও অনুমতি না নিয়েই বর্ষিয়ান বিজেপি নেতা তথাগত রায় ও সায়ন্তন বসুর মতো নেতাদের যুক্ত করার অভিযোগ উঠেছে।
প্রসঙ্গত, সম্প্রতি রাজ্যের বিদ্রোহী বিজেপি নেতারা বিজেপি বাঁচাও মঞ্চ নামে একটি হোয়াটস অ্যাপ গ্রুপ করেছে। সেখানে রাজ্য নেতৃত্বের প্রতি ক্ষুব্ধ অনেক নেতারাই অংশ নিয়েছেন। সেই হোয়াটস অ্যাপ গ্রুপে বর্ষিয়ান বিজেপি নেতা তথাগত রায়কে যুক্ত করা হয়েছে। পাশাপাশি আরেক বিজেপি নেতা সায়ন্তন বসুকেও ওই গ্রুপে যুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, রাজ্যে বিদ্রোহী বিজেপি নেতাদের একাংশ শীঘ্রই মহাজাতি সদনে নাকি একটি সভার আয়োজন করতে চলেছেন। এরই প্রেক্ষাপটে রাজ্যের প্রথম সারির বিজেপি নেতাদের না জানিয়ে হোয়াটস অ্যাপ গ্রুপে যুক্ত করার ঘটনা যে নতুন করে বিতর্ক সৃষ্টি করল তা বলার অপেক্ষা রাখে না।