রোপওয়ে বহু মানুষের অতি প্রিয় একটি জিনিস। তবে বাইরে একমাত্র ঘুরতে গিয়েই এর স্বাদ পায় মানুষ। এবার আর তেমনটি হবে না। দার্জিলিং ভিন্ন বাংলায় রোপওয়ে কোথাও নেই। কলকাতা সহ রাজ্যের কিছু বিনোদনমূলক পার্কে রোপওয়ে থাকলেও তা ছোটখাটো। পার্কের মধ্যেই সীমাবদ্ধ। প্রকৃতির সৌন্দর্যকে চাক্ষুষ করার মতো রোপওয়ের বেশ অভাব রয়েছে বাংলার বুকে। এবার সেই অভাবের জায়গায় কিছুটা হলেও শূন্যস্থান পূরণের সম্ভাবনা দেখা দিয়েছে। কলকাতার কাছাকাছির মধ্যে ‘উইক-এন্ড ডেস্টিনেশন’ হিসেবে দক্ষিণ ২৪ পরগনা জেলায় গঙ্গার ধারে জেলার অন্যতম মহকুমা শহর ডায়মন্ডাহারবারের পরিচিতি দীর্ঘদিনের। অনেকেই সেখানে গিয়ে গঙ্গার শোভা উপভোগ করেন। শীতের মরশুমে ভিড় জমান পর্যটকদের পাশাপাশি পিকনিক পার্টির লোকেরাও।
কিন্তু তারপরেও এই শহরে যত পর্যটক বছরভর দৈনিক ভিত্তিতে আসার কথা তা আসেন না। আর সেই পর্যটকদের ঢল টেনে আনতেই এবার ডায়মন্ডহারবারে রোপওয়ে তৈরি করতে চলেছে রাজ্য সরকার। জানা গিয়েছে, ডায়মন্ডহারবারের বুকে পর্যটনের সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলতেই সেখানকার পুরসভা রাজ্য পর্যটন দফতরকে প্রস্তাব দিয়েছে গঙ্গার ধারে একটি রোপওয়ে নির্মাণ করতে। মূলত গঙ্গার শোভা যাতে পর্যটকেরা আরও বেশি করে উপভোগ করতে পারেন তার জন্যই এই প্রস্তাব দেওয়া হয়েছে। শহরের কেল্লার মাঠ থেকে ফকিরচাঁদ কলেজ সংলগ্ন গঙ্গাপাড় পর্যন্ত এই রোপওয়ে বসানোর প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবিত রোপওয়ের দৈর্ঘ্য হবে প্রায় ৩ কিলোমিটার। বর্তমানে নদীর পাড়ে সৌন্দর্যায়নের কিছু কাজ হলেও পুর কর্তৃপক্ষ তার আমূল বদল করতে চাইছে।