বিজেপি বাংলাকে চেনে না। শুধু ক্ষমতা দখল করতে চায়। বারবারই এই অভিযোগ করে এসেছে রাজ্যের শাসক দল তৃণমূল। এবার ফের মিলল তার প্রমাণ। রাজ্য বিজেপির অফিসিয়াল ফেসবুক পেজে রাজ্যের জেলার নাম বিকৃত। যা নিয়ে শুরু হয়েছে সমালোচনা।
বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন জেলায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে স্মরণ করার মুহূর্তের ছবি প্রকাশ করেছে বঙ্গ বিজেপি। দলের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত সেই ছবির পোস্টে বিকৃত করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার নাম। দক্ষিণ ২৪ পরগনা জেলাকে লেখা হয়েছে ‘দক্ষিণ ২৮ পরগনা’। আর রাজ্যের জেলার এমন ভুল নাম নিয়ে শুরু হয়েছে সমালোচনা। এমনকি ফেসবুকে ওই পোস্ট প্রকাশের ১৬ ঘণ্টা পেরিয়ে গেলেও তা সংশোধন করা হয়নি গেরুয়া শিবিরের তরফে।
বিজেপিকে বহিরাগত দল বলে একাধিক বার সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। বিজেপির নেতারা বাংলাকে অপমান করে বলে অভিযোগ রয়েছে। এদিনের পোস্টে বাংলার প্রতি সেই অবজ্ঞা ধরা পড়ল বলে মনে করছেন অনেকে। ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে বাংলায় রাজনীতি করতে আসা একটি দলের অফিসিয়াল পেজের পোস্টে কীভাবে বাংলার জেলার নাম ভুল থাকে? বাংলাকে হেয় করতে পরিকল্পনা করেই কি এমন করা হয়েছে? এই প্রশ্নও উঠছে।