ফিফার ক্রমতালিকায় উন্নতি হল ভারতের। সম্প্রতি কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে তিনটি ম্যাচই জেতে ভারত। এর পরেই ক্রমতালিকায় দু’ধাপ উপরে উঠলেন সুনীল ছেত্রীরা। এত দিন ফিফার ক্রমতালিকায় ভারত ছিল ১০৬ নম্বরে। বৃহস্পতিবার দু’ধাপ উঠে সুনীলরা পৌঁছে গেলেন ১০৪ নম্বরে। ক্রমতালিকায় নিউজিল্যান্ডের পরেই রয়েছেন সুনীলরা। কোস্টা রিকার বিরুদ্ধে ০-১ গোলে হেরে যারা কাতার বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি। ফিফার ক্রমতালিকায় উন্নতি হলেও এএফসি-র ক্রমতালিকায় কোনও পরিবর্তন হয়নি। সেখানে ১৯ নম্বরেই রয়েছে ভারত।
উল্লেখ্য, প্রথম বার পর পর দু’বার এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করল তারা। এই নিয়ে পাঁচ বার এশিয়া কাপের মূল পর্বে খেলবে ভারত। ফিফার ক্রমতালিকায় এক নম্বরে রয়েছে ব্রাজিল। দ্বিতীয় স্থানে বেলজিয়াম। এক ধাপ উঠে আর্জেন্টিনা তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে নেমে গিয়েছে ফ্রান্স। নেশনস লিগে একের পর এক ম্যাচ হারায় ক্রমতালিকায় এক ধাপ নামল তারা। পঞ্চম স্থানে ইংল্যান্ড। এর পর রয়েছে স্পেন, ইতালি, নেদারল্যান্ডস, পর্তুগাল এবং ডেনমার্ক। আগামী ২৫শে আগস্ট প্রকাশিত হবে ফিফার পরবর্তী ক্রমতালিকা।