মেয়েরা যে কোনও অংশে কারুর থেকে পিছিয়ে নেই সেটাই প্রমাণ হয় বারবার। খেলার ময়দানেও দুরন্ত ছন্দে ভারতের মেয়েরা। এফআইএইচ প্রো লিগ হকিতে অভিষেক মরসুমে তৃতীয় স্থানে শেষ করলেন ভারতের মেয়েরা। বুধবার দুই পর্বের ম্যাচে আমেরিকাকে যথাক্রমে ৪-২ ও ৪-০ ফলে হারায় ভারত। দ্বিতীয় ম্যাচে বন্দনা কাটারিয়া (৩৯ ও ৫৪ মিনিট) জোড়া গোল করেন। এ ছাড়া গোল পান সোনিকা (৫৪) ও সঙ্গীতা কুমারী (৫৮)। আর্জেন্টিনা আগেই চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করে ফেলেছিল এই প্রতিযোগিতায়।
দ্বিতীয় স্থানে শেষ করল নেদারল্যান্ডস। দ্বিতীয় ম্যাচে প্রথমে গোলের সুযোগ তৈরি করেছিল আমেরিকা। দু’মিনিটে এলিজাবেথ ইয়াগের-এর উচুঁ করে মারা শট বাঁচান ভারতের অধিনায়ক এবং গোলকিপার সবিতা। পেনাল্টি কর্নার ৩৯ মিনিটে থেকে ভারতকে ১-০ এগিয়ে দেন বন্দনা। এর পরে চার মিনিটে পরপর তিনটি গোল করে ভারত। প্রথমে বন্দনা ব্যবধান বাড়ান। তার পরে সোনিকা, সঙ্গীতা গোল করেন। এই জয় বিশ্বকাপের আগে ভারতীয় দলের আত্মবিশ্বাস অনেকটা বাড়াতে সাহায্য করবে।।