প্রকাশ্যে এল তাৎপর্যপূর্ণ তথ্য। ভারতবর্ষে রাজনৈতিক দলে আভ্যন্তরীণ কোন্দল কোনো নতুন ঘটনা নয়। এর আগে একাধিকবার এই ধরনের ঘটনা ঘটেছে। এর আগে অন্তর্দলীয় বিদ্রোহের সাক্ষী ছিল কর্ণাটক। পরবর্তীতে মধ্যপ্রদেশ। এবার বিদ্রোহে জেরবার মহারাষ্ট্র। মহারাষ্ট্রে শিবসেনার ঘরে অশান্তি শুরু হয়েছে। মহারাষ্ট্র বিধানসভার মোট আসন ২৮৮। এক বিধায়ককের মৃত্যু হওয়ায় মোট বিধায়কের সংখ্যা কমে হয়েছে ২৮৭। সরকার বাঁচিয়ে রাখা বা সরকার গঠন করতে হলে কমপক্ষে ১৪৪ জন বিধায়কের সমর্থন প্রয়োজন। বর্তমানে মহাবিকাশ আঘাড়ি মিলিজুলি সরকারের হাতে রয়েছে ১৫৩জন বিধায়ক।
প্রসঙ্গত,এর মধ্যে শিবসেনার বিধায়ক ৫৫, শরদ পাওয়ারের এনসিপির রয়েছে ৫৩ জন বিধায়ক। কংগ্রেসের মোট বিধায়কের সংখ্যা ৪৪। একনাথ শিন্ডের দাবি, তাঁর পাশে আছেন ৪০ জনের বেশি বিধায়কের সমর্থন রয়েছে। এই বিদ্রোহী বিধায়কেরা জার্সি বদল করে বিজেপিতে গেলেই সরকারের পতন নিশ্চিত। ঘটনাচক্রে দেখা গিয়েছে, দলবদলুদের প্রথম পছন্দ বিজেপি। গত পাঁচ বছরে ৪০৫ জন বিধায়ক দল বদলেছেন। আর এর মধ্যে ৪৫ শতাংশের পছন্দ বিজেপি। এমনই তথ্য দিয়েছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস। হিসেব করা হয়েছে ২০১৬ থেকে ২০২০ পর্যন্ত। গত বছর মার্চে প্রকাশিত হয় তাদের তালিকা। তাদের রিপোর্ট অনুসারে, এই পাঁচ বছরে ১৮২ জন বিধায়ক যোগ দেন গেরুয়াশিবিরে।