ক’দিন আগেই ২২তম গ্র্যান্ড স্লাম জিতে বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। এবার উইম্বলডন জয় লক্ষ্য তাঁর। কেরিয়ার স্ল্যামের দিকে আরও এক ধাপ এগিয়ে যেতে চান রাফায়েল নাদাল। তবে গত তিন বছর তাঁকে ঘাসের কোর্টের প্রতিযোগিতায় নামতে দেখা যায়নি। তাই উইম্বলডনে তিনি দ্রুত ছন্দে ফিরতে পারবেন কি না তাই নিয়ে কিছুটা হলেও চিন্তায় ছিলেন তাঁর ভক্তরা।নাদাল অবশ্য ভক্তদের উদ্বেগ দূর করে বলছেন, কয়েকটা প্রদর্শনী ম্যাচই তাঁর জন্য এখন উইম্বলডনের আদর্শ প্রস্তুতি হয়ে উঠতে পারে। এ মরসুমে প্রথম বার পরপর অস্ট্রেলীয় ওপেন এবং ফরাসি ওপেন জিতেছেন স্প্যানিশ তারকা। ২৭শে জুন থেকে শুরু হচ্ছে উইম্বলডন। যেখানে জিততে পারলে ১৯৬৯ সালে কিংবদন্তি রড লেভারের পরে এক মরসুমে চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড গড়ার পথে আরও এগিয়ে যাবেন রাফা।
উল্লেখ্য, বিগত ২০১৯ সালে উইম্বলডনের সেমিফাইনালে রজার ফেডেরারের কাছে হারের পর থেকে আর ঘাসের কোর্টে খেলেননি নাদাল। বুধবার হার্লিংহ্যাম ক্লাবে প্রদর্শনী ম্যাচে তিনি তিনটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী স্ট্যান ওয়ারিঙ্কাকে স্ট্রেট সেটে হারান। ফল ৬-২, ৬-৩। ম্যাচের পরে নাদাল বলেছেন, “অনেক দিন পরে ঘাসের কোর্টে খেললাম। ২০১৯ সালের পরে আর ঘাসের কোর্টে খেলা হয়নি। করোনা অতিমারির প্রভাব তো ছিলই তা ছাড়া গত বছর আমার চোট লাগে এই সময়।” যোগ করেন, “এখন বয়স বেড়েছে। বেশি ম্যাচ খেলার ধকল নেওয়া কঠিন। তাই আমার জন্য উইম্বলডন শুরু হওয়ার আগে কয়েকটা প্রদর্শনী ম্যাচই প্রস্তুতি নেওয়ার জন্য আদর্শ।” নাদালকে বেশ কয়েক বছর ধরেই হাঁটুর চোট ভোগাচ্ছে। ফরাসি ওপেনের সময় প্রতি ম্যাচের আগে তাঁকে ব্যথা কমানোর ইঞ্জেকশন নিতে হয়েছে। রোলঁ গারোজে খেতাব জিতে তিনি ‘রেডিয়ো ফ্রিকোয়েন্সি’ চিকিৎসাও করেন। এর ফলে তাঁর হাঁটুর ব্যথা কিছুটা কমেছে, জানিয়েছেন নাদাল।