নগরীর পরিবহণ ব্যবস্থায় নতুন মাইলফলক যোগ করতে চলেছে রাজ্য সরকার। এবার ট্রামলাইনেই আসতে চলছে পরিবর্তন। এবার ট্রামলাইন ধরে ছুটবে ইলেকট্রিক ট্রলি বাস। বৃহস্পতিবার ২৩শে জুন বিধানসভায় ইলেকট্রিক ট্রলির কথা ঘোষণা করেন রাজ্যের পরিবহণমন্ত্রী তথা মহানাগরিক ফিরহাদ হাকিম। গতিশীল জীবনে আধুনিকতার হাওয়ায় নতুন করে সাজছে কলকাতা। ট্রামে চড়া যাত্রী আর ট্রাম দুটোর সংখ্যা কমলেও, আজও কলকাতার বুকে পড়ে রয়েছে ট্রাম লাইন। ট্রামলাইনের বৈদ্যুতিক তারের সংযোগকে কাজে লাগিয়ে ইলেকট্রিক ট্রলি চলবে কলকাতায়। কলকাতায় গাড়ির সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। সরু রাস্তায় ট্রাম চালালে যানজট বাড়ে। পরিবহণমন্ত্রী জানিয়েছেন, কলকাতার ট্রামকে হেরিটেজ হিসেবে রেখে দেওয়া হবে। চওড়া রাস্তা যানজট মুক্ত এলাকায় চালানো হবে ট্রাম।
ফিরহাদ জানিয়েছেন, ট্রাম নিয়েই বিকল্প চিন্তাভাবনা করছে রাজ্য। শহরের মধ্যে দিয়ে যেখানে যেখানে রাস্তা মধ্যে দিয়ে ট্রামলাইন গিয়েছে, যানজট হয়ে যায়, সেখানে এই পরিষেবা রাখা সম্ভব নয় বলেই মনে করছে রাজ্য। বিকল্প হিসেবে ইলেকট্রিক ট্রলি বাস চালাতে চাইছে রাজ্য পরিবহণ দফতর। পরিবহণ দফতর সূত্রে খবর, ট্রাম চলাচলের জন্যে ওভারহেড ইলেকট্রিক সংযোগ রয়েছে। সেই তারকে ব্যবহার করে ইলেকট্রিক ট্রলি বাস চালানো হবে। এই ইলেকট্রিক ট্রলি বাস ইলেকট্রিকের মাধ্যমেই চালানো হবে। ইতিমধ্যেই রাজ্য সরকার ইলেকট্রিক ট্রলি বাসের জন্য একটি বিদেশি সংস্থাকে অর্ডার দিয়েছে, আপাতত একটি বাস আনা হচ্ছে। পোল্যান্ড থেকে আসা সেই বাস প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবেই চালানো হবে। তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। যদি প্রাথমিক পর্যায়ে ইলেকট্রিক বাস সফল হয়, তবেই বাড়ানো হবে বাসের সংখ্যা।