মুখ্যমন্ত্রী তথা দলের প্রধানের নাগালের বাইরে থাকতেই অন্য রাজ্যে ঘাঁটি গেড়েছিলেন বিক্ষুব্ধ শিবসেনা নেতা একনাথ শিন্ডে। তার সঙ্গে ছিলেন কমপক্ষে ৩৪ জন বিধায়ক। পরে সেই রিসর্টে যোগ দেন আরও বিক্ষুব্ধ বিধায়ক। কিন্তু শিবসেনার প্রতিনিধিরা সেখানে পৌঁছতেই সুরাট থেকে গুয়াহাটিতে উড়ে যান বিধায়করা। এক রাজ্য থেকে অন্য রাজ্যে বিধায়কদের যাতায়াতের বিষয়ে সকলেই জানলেও, এই যাতায়াতে কত টাকা খরচ হচ্ছে তা কী জানেন? একদিনের যাতায়াতের জন্য যে পরিমাণ টাকা খরচ হয়েছে, তা শুনলে চোখ কপালে উঠতে বাধ্য।
শিবসেনার বিধায়কদের নিয়ে এক রাজ্য থেকে অন্য রাজ্যে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয়েছে বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমান। ৩ ঘণ্টা ৪১ মিনিটে সুরাট থেকে গুয়াহাটিতে পৌঁছেছিলেন বিধায়করা। বৃহস্পতিবার সকালে সুরাট থেকে গুয়াহাটিতে বিধায়কদের আনতে একটি আট আসনের হকার ৮০০ এক্সপি বিমান ব্য়বহার করা হয়েছিল। সেই বিমানের জন্য খরচ পড়েছিল ৩৫ লক্ষ টাকা।
বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমানের আনুমানিক ভাড়া ৬০ থেকে ৬৫ লক্ষ টাকা। তবে সুরাট ও গুয়াহাটিতে আগে থেকে এই ধরনের চার্টাড ফ্লাইট না থাকায়, অন্য কোথাও থেকে আনানো হয়েছিল। এর জেরে খরচ আরও বেড়েছে। অর্থাৎ এক থেকে দেড় কোটি টাকা খরচ হয়েছে শুধু বিধায়কদের যাতায়াতের উপরেই।
বর্তমানে গুয়াহাটির একটি পাঁচতারা হোটেলে রয়েছেন শিবসেনা বিধায়করা। সূত্রের খবর, র্যাডিসন ব্লু নামক ওই হোটেলে মোট ১২০ টি রুম রয়েছে। এরমধ্যে ৭০টি রুমই বিক্ষুব্ধ বিধায়কদের রাখার জন্য় বুক করা হয়েছে। মোট সাতদিনের জন্য এই রুমগুলি বুক করা হয়েছে, এর বাবদ খরচ হচ্ছে ৫৬ লক্ষ টাকা। এছাড়াও খাওয়া ও অন্যান্য় পরিষেবা বাবদও প্রতিদিন ৮ লক্ষ টাকা করে ব্যয় হচ্ছে। অর্থাৎ সপ্তাহে ১ কোটি ১২ লক্ষ টাকা খরচ হচ্ছে বিধায়কদের থাকা-খাওয়ার খরচ বাবদ। এছাড়া বিমানবন্দর থেকে হোটেলে যাতায়াতের ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছে বিলাসবহুল গাড়ি। সেই ভাড়াও প্রায় আকাশছোঁয়া।