এর আগে ৯ ফেব্রুয়ারি তাঁকে নোটিস পাঠিয়েছিল সিবিআই। আর এবার গরু পাচার মামলায় ইডির মুখোমুখি তৃণমূলের সাংসদ অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। দিল্লীতে গরু পাচার কান্ডে মানি ট্রেলের জন্য জিজ্ঞাসাবাদ করা হল তাঁকে।
জানা গিয়েছে গত মঙ্গলবার ইডির সামনে হাজিরা দেব সাংসদ অভিনেতা। তাঁকে পাঁচ ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গরুপাচার কান্ডের মানি ট্রেলের বিষয় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গিয়েছে। এই প্রথমবার ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন সাংসদ অভিনেতা দেব।
এর আগে গরু পাচার মামলায় দেবকে টানা পাঁচ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সেদিন জিজ্ঞাসাবাদ থেকে বেরিয়ে এসে তারকা সাংসদ বলেন, ‘আমি বেশি কিছু বলতে পারব না। একজন ব্যক্তিকে চিনি কি না সেই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। আমার বক্তব্য জানিয়েছি। মনে হয় আর ডাকবে না।’