বিক্ষুব্ধ বিধায়কদের নিয়ে গুজরাতের সুরাত থেকে আসামের গুয়াহাটিতে গিয়ে ঘাঁটি গেড়েছেন ‘বিদ্রোহী’ একনাথ শিণ্ডে। এবার সেখানে বিদ্রোহী শিবসেনা বিধায়কদের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের শিবিরে ফিরে আসার আবেদন জানাতে গিয়ে আটক হলেন শিবসেনা নেতা সঞ্জয় ভোঁসলে। শুক্রবার সকালে হোটেলের বাইরেই তাঁকে আটক করল হিমন্ত বিশ্বশর্মার পুলিশ।
প্রসঙ্গত, হোটেলে ঢুকতে না দেওয়ায় গেটের বাইরে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন সঞ্জয়। তখনই তাঁকে আটক করা হয়। বিদ্রোহী শিবসেনা নেতা একনাথ শিন্ডে এবং তাঁর অনুগামী বিধায়কদের গুয়াহাটিতে ‘দেখভালের’ দায়িত্বে রয়েছেন আসামের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত। তাঁর নির্দেশে পুলিশ বিদ্রোহী বিধায়কদের হোটেলন্দি করে রেখেছে বলে অভিযোগ উদ্ধব শিবিরের। এর আগে গুজরাতের সুরতেও একটি রিসর্টে বিধায়কদের বন্দি করে রাখা হয় বলে অভিযোগ উঠেছিল। গুজরাত পুলিশের নজরদারি এড়িয়ে রিসর্ট ছেড়ে মুম্বই ফিরে আসার পর দুই শিবসেনা বিধায়ক কৈলাস পাতিল এবং নিতিন দেশমুখও এই অভিযোগ করেছিলেন।