উত্তাপ ছড়াল দক্ষিণেশ্বর মুচিপাড়া সংলগ্ন এলাকায়৷ রাতের অন্ধকারে তৃণমূল কার্যালয়ে ভাঙচুর চালাল একদল দুষ্কৃতী৷ এলাকার কাছেই বিধায়ক মদন মিত্রের বাড়ি৷ স্বভাবতই, তৃণমূলের এমন দোর্দণ্ডপ্রতাপ নেতা-মন্ত্রীর বাড়ির সামনে কে বা কারা পার্টি অফিসে হামলা চালাল, তা নিয়ে রাজ্য-রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে। স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে কে বা কারা কামারহাটি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে তৃণমূলের অস্থায়ী এই পার্টি অফিসে হামলা চালায়৷ সকালে উঠে কর্মীরা দেখেন, লন্ডভন্ড হয়েছে পার্টি অফিস৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় নেতারা৷ দলের তরফ থেকে থানায় অভিযোগ জানানো হয়েছে৷ বিধায়ক মদন মিত্রকেও জানিয়েছেন কর্মীরা৷
প্রসঙ্গত, পুরো ঘটনাটিকে ঘিরে এলাকায় বেড়েছে রাজনৈতিক উত্তাপ৷ পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। তৃণমূল কর্মী চৈতালি চক্রবর্তী বলেন, “যারা করেছেন তারা হিংসা থেকেই এমনটা করেছেন৷ মদনদা পুরনো অফিসটা ভেঙে নতুন অফিস তৈরি করছেন৷ তাই অস্থায়ীভাবে আমরা এখানে পার্টির নেতা কর্মীরা বসি৷ কিন্তু এই নিয়ে টানা চার বার হামলা হল৷” দলের কামারহাটির শহর সভাপতি নবীন ঘোষাল বলেন, “যারাই করেছে তারা ঠিক করেনি৷ আগে এমন হিম্মত কারও দেখিনি৷ আগামীকাল প্রতিবাদ সভা হবে৷ যারা পার্টি অফিসের গায়ে হাত দিয়েছে তাদের আমরা এবার বুঝে নেব৷ যেই করে থাক, তাকে আমরা ছাড়ব না৷”