নতুন নির্দেশিকা জারি করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তা অনুযায়ী, অব্যাঙ্কিং পিপিআই সংস্থাগুলি আর গ্রাহকদের ঋণ দিতে পারবে না। আরবিআই-এর মতে, ২০০৭ সালের পেমেন্টস অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস আইন অনুযায়ী, এই নিয়ম লঙ্ঘন করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ফিনটেক সংস্থাগুলি ব্যাঙ্ক বা অব্যাঙ্কিং অর্থাৎ এনবিএফসির সঙ্গে যৌথভাবে গ্রাহকদের ঋণ দেয়। এটিই প্রিপেড প্রেমেন্ট ইন্সট্রুমেন্টস বা পিপিআই নামে পরিচিত। নিয়ম বহির্ভূতভাবে ঋণ ব্যবসায় নেমে ফিনটেক সংস্থাগুলি গ্রাহকদের ঋণের সুবিধা দিচ্ছে। আরবিআইয়ের এই নয়া নির্দেশিকার কারণে ঘোর সংশয়ের মুখে ফিনটেক সংস্থাগুলির ঋণের কারবার।
উল্লেখ্য, আসন্ন জুলাই মাসের ১ তারিখ থেকেই অনলাইন কেনাকাটার ক্ষেত্রে নয়া এই নিয়ম চালু হচ্ছে। ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে ই-কমার্স সংস্থাগুলি গ্রাহকদের তথ্য সংরক্ষিত রাখে। রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ অনুযায়ী, ৩০শে জুনের পর আর কোন সংস্থাই গ্রাহকের বিবরণ সংরক্ষণ করে রাখতে পারবে না। যে তথ্য এখনও রয়েছে, তা মুছে ফেলা হবে। ১লা জুলাই থেকে টোকেনাইজেশন অর্থাৎ টোকেনের মধ্যমে অনলাইনে কেনাকাটা হবে। প্রত্যেকটি কার্ডের জন্য আলাদা আলাদা টোকেন থাকবে। থার্ড পার্টি অ্যাপকে কেনাকাটার সময়ে তথ্য দেওয়ার বদলে গ্রাহকেরা বিকল্প একটি কোড দেবেন। ওই কোডটিই আদপে টোকেন। যা গ্রাহকদের দেবে সংশ্লিষ্ট ব্যাঙ্ক। এর জন্য আলাদা করে, খরচ দিতে হবে না গ্রাহকদের।