বিশ্বের নানা ঘটনার প্রভাব পড়েছে ভারতে। যুদ্ধের জেরে সার্বিক ভাবে সরবরাহ ব্যাহত হয়েছে। ফলে দেশে বেড়েছে মুদ্রাস্ফীতি। বর্তমানে তা সামান্য কমলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি। এমতাবস্থায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্পষ্ট ভাবে জানিয়েছে, সুদের হার বাড়ানোর এটাই সঠিক সময়। আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, মুদ্রাস্ফীতি এখন সবচেয়ে বড় উদ্বেগের বিষয় এবং তা নিয়ন্ত্রণ করতে রেপো রেট বৃদ্ধি করা প্রয়োজন। ফের একবার রেপো রেট বাড়লে ব্যাঙ্কগুলির লোনের সুদের হার যে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে তা বলাই বাহুল্য।
গাড়ি, বাড়ি সব লোনই মহার্ঘ হয়ে উঠবে। উল্লেখ্য, জুনের প্রথম সপ্তাহে আরবিআই মানিটারি পলিসি কমিটির বৈঠকের পর রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছিল, মুদ্রাস্ফীতি কমাতে সুদের হার বৃদ্ধি করা ছাড়া আর কোনও রাস্তা ছিল না। পাশাপাশি বৈঠকের পরে স্পষ্ট ভাবে জানানো হয়েছিল, সুদের হার বাড়ানোর এটাই সঠিক সময়। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি অর্থনীতি যাতে ঝিমিয়ে না পড়ে, সেটাও দেখার বিষয় রয়েছে। এই দুই চ্যালেঞ্জের মোকাবিলা করতে হচ্ছে আরবিআইকে।