একদিকে বন্যায় ভাসছে বিজেপি শাসিত আসাম। অন্যদিকে মহারাষ্ট্রে সেই একই দলই মহারাষ্ট্রে শিবসেনার জোট সরকার ফেলতে ব্যস্ত। যেখানে বন্যার একাধিক মানুষের মৃত্যু হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষ লক্ষ একর জমি সেই স্থান নিয়ে ভাবার ও বিশেষ প্যাকেজ ঘোষণা বদলে মহারাষ্ট্র ও গুজরাত নির্বাচনে ব্যস্ত প্রধানমন্ত্রী। মানুষর কথা ভাবা নয় বরং ক্ষমতা দখলই আসল বলে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ।
বন্যা কবলিত আসাম সফর না করার জন্য কংগ্রেস সাংসদ মোদী সরকারকে নিশানা করে বলেছেন, প্রধানমন্ত্রীর রাজ্য সফর করা উচিত এবং একটি বিশেষ প্যাকেজ ঘোষণা করা উচিত। জাতীয় কংগ্রেসের লোকসভার সাংসদের কথায় বিজেপি ক্ষমতার জন্য অন্ধ হয়ে গিয়েছে এবং মানুষর সেবা নয় কেবল ক্ষমতাই তাদের জন্য সবকিছু। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘যদি কোনও সংকট থাকে তবে তা বন্যা। বিজেপি ক্ষমতার জন্য অন্ধ হয়ে গিয়েছে। আসামে বন্যা চলছে, প্রধানমন্ত্রীর রাজ্য সফর করা উচিত, বিশেষ প্যাকেজ ঘোষণা করুন কিন্তু তিনি মহারাষ্ট্র সরকার বা গুজরাত নির্বাচনে ব্যস্ত আছেন। বিজেপির জন্য একমাত্র ক্ষমতাই সবকিছু’।
মহারারাষ্ট্রের ঘটনার সঙ্গে নাম জুড়েছে আসামের। কারণ শিবসেনার বিক্ষুব্ধ মন্ত্রী একনাথ শিন্ডে প্রায় ৪০ বিধায়ক নিয়ে রয়েছেন রাজধানী গুয়াহাটিতে। শুধুতাই নয় রাজ্যের মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রের বিধায়কদের রাজকীয় আতিথেয়তা দিয়েছেন। এই নিয়েই হিমন্ত বিশ্ব শর্মার নিন্দা করেছে কংগ্রেস, ক্ষোভ উগড়ে জানিয়েছে, ‘যখন গুয়াহাটি শহরের শত শত মানুষ বন্যা ও ভূমিধসে বিধ্বস্ত হয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন, প্রাকৃতিক দুর্যোগের ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে সময় পার করছেন, তখন রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘৃণ্য রাজনীতি নিয়ে এসেছে। আসাম রাজ্যের মানুষের কাছে লজ্জা। ৫৪ লাখ বন্যা-বিধ্বস্ত মানুষকে উপেক্ষা করে অসমের মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রের বিধায়কদের রাজকীয় আতিথেয়তা দিতে ব্যস্ত’।