মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সবসময় সমস্ত পরিস্থিতিতে সাধারণ মানুষের সঙ্গে থাকেন। পাশে থাকেন। এবার খুশির খবর নিয়ে এলেন রাজ্যের পুলিশ অফিসারদের জন্য। রাজ্য প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ পুলিশের উন্নতিতে বেশ কয়েকটি নয়া পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে রাজ্য পুলিশের ডিজি এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে সেসব সিদ্ধান্তের কথা জানালেন তিনি। রাজ্য পুলিশে নতুন করে নিয়োগ, পদোন্নতি, ভাতাবৃদ্ধিতে একাধিক সুবিধা মিলবে এবার থেকে। এছাড়া ডাব্লু বি পি এস বা রাজ্য পুলিশের জন্য পৃথক সংগঠন গড়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। একঝলকে দেখে নিন, পুলিশের জন্য কী কী সুবিধা মিলবে এবার থেকে –
৬ জন ডিএসপি (ডেপুটি পুলিশ সুপার) পদোন্নতি, এএসপি (অ্যাসিস্ট্যান্ট পুলিশ অফিসার) পদে উন্নীত হলেন তাঁরা
কর্মজীবনের ৮, ১৬ ও ২৫ বছর অন্তর পদোন্নতি হবে
৬৩০ জন পুলিশ অফিসারকে আনা হল ফোরামের আওতায়
এবার থেকে এএসপি ও এসডিপিও-রা পাবেন বিশেষ ভাতা। এএসপি-দের জন্য মাসে ২৫০০ টাকা ও এডিপিও-দের জন্য মাসে ২০০০ টাকা ভাতা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী
এছাড়া উর্দির জন্য বছরে ১৫ হাজার টাকা করে পাবেন অফিসাররা, আগে তা ছিল মাসে মাত্র ২০০ টাকা
নতুন করে ২০০ জন ডাব্লু বি পি এস, ডাব্লু বি সি এস নিয়োগ করা হবে রাজ্যে। ৪০ ঊর্ধ্ব পুলিশ অফিসারদের স্বাস্থ্যপরীক্ষা হবে বিনামূল্যে
রাজ্যের পুলিশ অফিসার অর্থাৎ ডাব্লু বি পি এস -দের আই পি এস পদে উন্নীত করতে আগ্রহী রাজ্য সরকার। তবে তার জন্য কেন্দ্রীয় অনুমোদন দরকার। আর তার জন্য ২০১৯ সাল থেকে তিনবার কেন্দ্রের কাছে অনুমতি চেয়ে আবেদন জানানো হয়েছে বলে এদিন সাংবাদিক বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী। অনুমোদন মিললেই প্রক্রিয়া শুরু হবে। এর আগে মুখ্যমন্ত্রী ডাব্লু বি সি এস অফিসারদের ফোরাম তৈরি করে দিয়েছিলেন। এক ছাদের তলায় এনে তাঁদের কাজের সুবিধার জন্য সংগঠনটি তৈরি হয়েছি।
Bengal Police